শাহাদাত হোসেন মানিকঃ রাজধানীর পাশে গাজীপুরে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,একজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে ময়মনসিংহ হইতে নিশান এক্সট্রেইল জিপ গাড়ি (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ঘ-১১- ৫২৬১) যোগে জিএমপি,গাজীপুর হইয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর আভিযানিক দল তাৎক্ষণিক ভাবে জিএমপি,গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে।
সংগীয় অফিসার/ফোর্সের সহায়তায় অদ্য ০২ আগস্ট ২০২৪ তারিখ দুপুর অনুমান ১৩.০৫ ঘটিকায় আসামী ১।মোঃ সারুয়ার মিয়া(৩২) পিতা-মোঃ সিরাজ মিয়া-কে গাড়ির পিছনে ব্যাকডালার নিচে চাকা রাখার জায়গায় সাদা প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো অবস্থায় মাদকদ্রব্য ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেপ্তার করে।আসামীর দখল হতে উদ্ধারকৃত সর্বমোট ২৯৬(দুইশত ছিয়ানব্বই) বোতল ফেন্সিডিল (যাহার আনুমানিক মূল্য ৫,৯২০০০/- টাকা), ০১(এক)টি জীপগাড়ি,০১(এক)টি বাটনযুক্ত itel মোবাইল ফোন এবং নগদ ২১৫০/-(দুই হাজার একশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হতে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
























