আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ নিষেধাজ্ঞা দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাই করা হচ্ছে। অনুসন্ধানকালে নথি নিরীক্ষা ও গোপন তথ্যের মাধ্যমে পাওয়া তথ্যাদি পর্যালোচনায় প্রতীয়মান হয়, জাহিদ মালেকের সহযোগিতায় অভিযোগ সংশ্লিষ্টরা দেশত্যাগ করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ বাধাগ্রস্ত হবে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
জাহিদ মালেক পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিডি থাইফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ছাড়াও রাহাত রিয়েল এস্টেট অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড ও বিডি সানলাইফ ব্রোকারেজ হাউজ লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।
আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়ে মানিকগঞ্জ সদর আসন থেকে ২০০১ সালে নির্বাচন করে পরাজিত হন। পরের নির্বাচনে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। বিএনপি-জামায়াত জোটের ভোট বর্জনের মধ্যে ২০১৪ সালের নির্বাচনে জয়ী হলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হন। পরেরবার নির্বাচনে জেতার পর তিনি হন স্বাস্থ্যমন্ত্রী।
এই পদে থাকাকালীন করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ে। সেসময় সুরক্ষা সামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে। বিএনপি ও সমমনাদের বর্জনের মুখে ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে টানা চতুর্থ জয় পাওয়ার পরও আওয়ামী লীগের মন্ত্রিসভায় আর তার জায়গা হয়নি।
এমআর/সবা

























