মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার রাস্তার ভবেরচর বাস বাসস্ট্যান্ডে শিক্ষার্থীদের চেকপোস্টটে ধরা পরে সালমান এফ রহমান এর বেক্সিমকো কোম্পানির গাড়ি সহ ইয়াবা।
ভবেরচর স্টান্ডে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের কাজে সন্দেহভাজক একটি ঔষধ সরবরাহ করির গতি রোধ করে চেক কররে ৩ হাজার পিস ইয়াবা টেবলেট সহ একজনকে আটক করে।
বুধবার দুপুর সাড়ে বারোটার সময় ঢাকা মুখি একটি ওষুধের ক্যাভার ভ্যান সিগন্যাল দেয় শিক্ষার্থীরা।, সিগন্যাল অমান্য করে গাড়ির ড্রাইভার গতি বাড়িয়ে দিলে, ১০০ গজ দূরে সামনে থাকা ছাত্ররা গাড়িটি থামাতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানায়,গাড়ি চেক করে গাড়ির ভিতরে থাকা পোশাক রাখা ব্যাগের ভিতর একটি কস্টিক পেচানো প্যাকেটে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা ইয়াবা ট্যাবলেট গণনা শেষে ট্যাবলেট সহ সোহাগ নামে একজনকে থানা পুলিশ এর নিকট হস্তান্তর করে।ঔষুধের ক্যাবার ভ্যানগাড়ি যা ঢাকা মেট্রো – উ ১১-৬৫৬৫,বেক্সিমকো কোম্পানির একটি ঔষধ সরবরাহকারী গাড়ি।আটক গাড়ির হেলপার সোহাগ হোসেন,পিতা জেলহক মিয়া, জেলা নওগাঁ,থানা নওগাঁ,গ্রাম নামানূরপুর।
জানাযায়,শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি এবং বেক্সিমকো কোম্পানির মালিক সালমান এফ রহমানের বেক্সিমকো কোম্পানির স্টিকার সংবলিত গাড়ি টি থেকে ৩০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ মো রাজীব খান জানায় ছাত্ররা আমাদের হাতে মাদক সহ কে এনে দিয়েছে। ছাত্রদের সামনে প্যাকেট খুলে গণনা করে ৩০০০ পিস ইয়াবাটেবলেট বুঝে পেয়েছি। আসামি আমাদের হেফাজতে আছে।আইনি প্রক্রিয়া শেষে কোর্টে পাঠানো হবে।
























