১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় শত বছরের রাস্তা কেটে নালা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্যক্তিগত জমির দাবি করে শত বছর ধরে ব্যবহৃত একটি রাস্তা কেটে নালা খননের অভিযোগ উঠেছে। এতে অন্তত তিন শতাধিক পরিবারসহ সাঁকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।

ঘটনাটি ঘটেছে সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের সাঁকোয়া গ্রামে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ শ্রমিক লাগিয়ে রাস্তা কেটে নালা খনন করেন। ফলে প্রতিদিন হাজারো মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী জানান, ওই রাস্তা দিয়ে তিন শতাধিক পরিবারের মানুষ ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করত। রাস্তা কেটে দেওয়ায় শিশু শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং জরুরি প্রয়োজনে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সাঁকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রোখছানা পারভিন বলেন, রাস্তা বন্ধ থাকলে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়বে।

এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় শত বছরের রাস্তা কেটে নালা

আপডেট সময় : ০৫:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্যক্তিগত জমির দাবি করে শত বছর ধরে ব্যবহৃত একটি রাস্তা কেটে নালা খননের অভিযোগ উঠেছে। এতে অন্তত তিন শতাধিক পরিবারসহ সাঁকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।

ঘটনাটি ঘটেছে সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের সাঁকোয়া গ্রামে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ শ্রমিক লাগিয়ে রাস্তা কেটে নালা খনন করেন। ফলে প্রতিদিন হাজারো মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী জানান, ওই রাস্তা দিয়ে তিন শতাধিক পরিবারের মানুষ ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করত। রাস্তা কেটে দেওয়ায় শিশু শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং জরুরি প্রয়োজনে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সাঁকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রোখছানা পারভিন বলেন, রাস্তা বন্ধ থাকলে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়বে।

এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শু/সবা