০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে যুবদল নেতার বাড়িতে গুলি, নারী জখম 

যশোর উপশহর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রুবেলের বাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিতে তার মা নাসরিন আক্তার (৫০) গুরুতর জখম হয়েছেন। বুধবার গভীর রাতে উপশহর বি ব্লকের ১১৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নাসরিন আক্তার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই এলাকার মৃত শওকত আলীর স্ত্রী।
আহত নাসরিন আক্তার জানিয়েছেন, তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত দেড় টার দিকে দুর্বৃত্তরা আকস্মিকভাবে থাই গ্লাসের জানালা দিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এসময়
গ্লাস ভেদ করে একটি গুলি তার পেটের ডান পাশে লাগে। গুলির শব্দে আশে পাশের লোকজন আসার আগেই দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
নাসরিন আক্তার আরও জানান, তার বড় ছেলে রুবেল উপশহর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ছোট ছেলে রুপম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে দুর্বৃত্তরা তার বাড়িতে গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রাত ২ টা ৫০ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় নাসরিন আক্তারকে হাসপাতালে আনা হয়। বর্তমানে মহিলা সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গুলিবর্ষণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
জনপ্রিয় সংবাদ

যশোরে যুবদল নেতার বাড়িতে গুলি, নারী জখম 

আপডেট সময় : ০৫:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
যশোর উপশহর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রুবেলের বাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিতে তার মা নাসরিন আক্তার (৫০) গুরুতর জখম হয়েছেন। বুধবার গভীর রাতে উপশহর বি ব্লকের ১১৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নাসরিন আক্তার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই এলাকার মৃত শওকত আলীর স্ত্রী।
আহত নাসরিন আক্তার জানিয়েছেন, তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত দেড় টার দিকে দুর্বৃত্তরা আকস্মিকভাবে থাই গ্লাসের জানালা দিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এসময়
গ্লাস ভেদ করে একটি গুলি তার পেটের ডান পাশে লাগে। গুলির শব্দে আশে পাশের লোকজন আসার আগেই দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
নাসরিন আক্তার আরও জানান, তার বড় ছেলে রুবেল উপশহর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ছোট ছেলে রুপম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে দুর্বৃত্তরা তার বাড়িতে গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রাত ২ টা ৫০ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় নাসরিন আক্তারকে হাসপাতালে আনা হয়। বর্তমানে মহিলা সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গুলিবর্ষণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।