কুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তার পাশের দেয়াল গুলো। পাল্টে গেছে পুরোনো রঙ, ফুটে উঠছে কোটা বিরোধী আন্দোলনের নানা স্লোগান ও চিত্র।
দেয়ালে দেয়ালে সচেতনতামূলক নানান প্রতিবাদী উক্তিতে ভরে গেছে মুরাদনগর উপজেলা পরিষদের দেয়াল। এছাড়াও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে ফুটে তুলছে কোটা আন্দোলনের স্লোগানসহ বিভিন্ন চিত্র ও সমাজ সংস্কারের উক্তি।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলা সদরে অবস্থিত উপজেলা পরিষদের দেয়ালগুলোতে গ্রাফিতির মাধ্যমে সচেতনতামূলক প্রবাদ ও বিভিন্ন চিত্র আঁকতে ব্যস্ত সময় পার করতে দেয়াযায় শিক্ষার্থীদের।
কলেজ শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক মেধাবী ছাত্ররা প্রাণ দিয়েছে। সেই শহীদ ভাইদের স্বরণে আমরা উপজেলার সব দেয়াল গুলো রাঙিয়ে তুলছি।
বড় ভাই ও বোনের ত্যাগের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে বলে অষ্টম শ্রেনীর শিক্ষার্থীরাও হাতে নিয়েছে রঙতুলি, ধরে রাখতে চায় স্বাধীনতার স্মৃতিগুলো…
দেখাযায় দেয়ালগুলোকে রাঙিয়ে তুলতে কেউ কেউ দেয়াল পরিষ্কার করছেন, কেউ রঙ মিশানোর কাজ করছেন। পরে বিভিন্ন প্রতিবাদী স্লোগানের সাথে গ্রাফিতি অঙ্কন করে দৃষ্টি জুড়ানো সৌন্দর্যে ফুটিয়ে তোলার চেষ্টা করে শিক্ষার্থীরা। এরকম দেয়াল চিত্রায়ন মুগ্ধ করছে স্থানীয়দের।
























