শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় মোয়াজ্জেম হোসেন নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শামীম ও জাহিদ নামে আরও দুইজন আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে উপজেলার নয়ানিকান্দা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা শেরপুর সদর উপজেলার চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।
জানা যায়, শেরপুরের চর জঙ্গলদী এলাকার তিন বন্ধু মোয়াজ্জেম, শামীম ও জাহিদ মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী আসছিল। পথিমধ্যে নয়ানিকান্দা বাইপাস এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদের অতিক্রম করছিল। একই সময় আরও একটি বিপরীতগামী ট্রাক অন্য ট্রাকটিকে অভারটেক করে আসতে চাইলে মোটরসাইকেলের সামনাসামনি চলে আসে। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও সামনে একটি হাঁস পড়ে যায়। হাঁসটিকে বাঁচাতে আকস্মিক মোটরসাইকেলের ব্রেক কষলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক মোয়াজ্জেম ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত হয় শামীম ও জাহিদ। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল পাঠায়। অন্যদিকে নিহত মোয়াজ্জেমকে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যায়।
মোয়াজ্জেম শেরপুর সদর উপজেলার চর জঙ্গলদী গ্রামের ছামাতুল্লাহর ছেলে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, ঘাতক ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি। এ সম্পর্কে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
























