ফেনী শহরের মহিপালে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণে নারকীয় হত্যাযজ্ঞের শিকার শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান দিয়েছে বিএনপি ১৭ আগষ্ট শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবদুল লতিফ জনি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ নিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন, কবর জিয়ারত করেন, দলের পক্ষ থেকে তাদের আর্থিক অনুদান প্রদান করেন।
আবদুল লতিফ জনি সহ বিএনপি নেতারা দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের বাসিন্দা সরোয়ার জাহান মাসুদ, সদর উপজেলার পাঁচগছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার ওয়াসিম আহমেদ শিহাব, সোনাগাজী উপজেলার বাগাদানা ইউনিয়নের মান্দারি এলাকার জাকির হোসেন সাকিব, সদর ইউনিয়নের ছড়ইতকান্দি এলাকার আবদুল গনি বোরহান, চরচন্দিয়ার মাহবুবুল আলম মাছুম এর করব জিয়ারত করেন।
এ সময় ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম—আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূইয়াসহ ডক্টর এসোসিয়েশন অব ড্যাব এর প্রতিনিধি ডা: সোহরাব হোসেন তানভীরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন।
আবদুল লতিফ জনি বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের, তরুণদের সাথে নিয়েই নতুন এক উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। ছাত্র—জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্বীকৃতি প্রদান করা হবে। দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রসমাজ। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। স্বৈরশাসক মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশের জনগণকে শাসনের নামে শোষন করে আসছিল। কিন্তু আমাদের ছাত্র—জনতার আন্দোলনের রোষানলে পড়ে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে।
স্বাধীনতা ধরে রাখার আহবান জানিয়ে বিএনপির এ শীর্ষ নেতা আরো বলেন, অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটেছে। অনেক তাজা প্রাণের বিনিময়ে অভ্যুত্থান সফল হয়েছে। আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন বর্তমান সরকারও ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবেন। বিএনপি ক্ষমতায় এলে আইনী প্রক্রিয়ার মধ্যমে এ হতাহতের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
























