১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়েছে ফুদেবং বুদ্ধোর ধর্ম ছদক

দেড় মাসের ব্যবধানে পাহাড়ি জনপথ টানা ৫ম বারের মতো বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন খাগড়াছড়িবাসী। বন্যায় পানি বন্দী ঘর গুলো পানি কমে গেলেও খাবার সংকটে ভুগছে সেখানকার মানুষেরা। কেউ পানি আবার কেউবা শুকনো খাবার এবং এক বেলা ভাত খেয়ে রাত কাটিয়েছে। এমন খবর শুনে ফুদেবং বুদ্ধোর ধর্ম ছদক ধর্মীয় ও মানবিক সংগঠন উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই সংগঠনের কর্মীরা  সকালে চট্টগ্রাম থেকে এসে খাগড়াছড়ি ফুটবিল, খবং পুড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত  ৮০ পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী গুলো  বিতরণ করেন।

খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, লবন ।
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার ইন্দু বিকাশ চাকমাসহ অনেকেই বলেন, এ দুর্যোগের সময় খাদ্য সামগ্রী নিয়ে উনারা যে আমাদের মাঝে আসছেন আমাদেরকে সহযোগিতা করেছেন তাতেই আমরা অনেক খুশি। এ অবস্থায় খাদ্য সামগ্রী পেয়ে কয়েকটা দিন ভালো কাটবে ।
এসময় ফুদেবং বুদ্ধোর ধর্ম ছদক ধর্মীয় ও মানবিক সংগঠন সভাপতি বিনয় চাকমা, সহ সভাপতি ত্রিপন চাকমা, সাধারণ সম্পাদক সুমিত্র চাকমাসহ  সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়েছে ফুদেবং বুদ্ধোর ধর্ম ছদক

আপডেট সময় : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

দেড় মাসের ব্যবধানে পাহাড়ি জনপথ টানা ৫ম বারের মতো বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন খাগড়াছড়িবাসী। বন্যায় পানি বন্দী ঘর গুলো পানি কমে গেলেও খাবার সংকটে ভুগছে সেখানকার মানুষেরা। কেউ পানি আবার কেউবা শুকনো খাবার এবং এক বেলা ভাত খেয়ে রাত কাটিয়েছে। এমন খবর শুনে ফুদেবং বুদ্ধোর ধর্ম ছদক ধর্মীয় ও মানবিক সংগঠন উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই সংগঠনের কর্মীরা  সকালে চট্টগ্রাম থেকে এসে খাগড়াছড়ি ফুটবিল, খবং পুড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত  ৮০ পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী গুলো  বিতরণ করেন।

খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, লবন ।
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার ইন্দু বিকাশ চাকমাসহ অনেকেই বলেন, এ দুর্যোগের সময় খাদ্য সামগ্রী নিয়ে উনারা যে আমাদের মাঝে আসছেন আমাদেরকে সহযোগিতা করেছেন তাতেই আমরা অনেক খুশি। এ অবস্থায় খাদ্য সামগ্রী পেয়ে কয়েকটা দিন ভালো কাটবে ।
এসময় ফুদেবং বুদ্ধোর ধর্ম ছদক ধর্মীয় ও মানবিক সংগঠন সভাপতি বিনয় চাকমা, সহ সভাপতি ত্রিপন চাকমা, সাধারণ সম্পাদক সুমিত্র চাকমাসহ  সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।