গাজীপুরের শ্রীপুরে দেড় বছর বন্ধ থাকা ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের (পোশাক কারখানা) সামনে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় তারা কারখানার সামনে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়ক ৩ ঘন্টা অবরোধ করে রাখেন। শ্রম মন্ত্রনালয় থেকে সিদ্ধান্ত দিলেও কারখানা কর্তৃপক্ষ তাদের বকেয় বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ করেনি। বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের বকেয়া পাওনা পরিশোধের জন্য বর্তমান সরকারের সহযোগীতা আশা করেন। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ী এলাকায় কারখানার সামনে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানায়, ২০২৩ সালের মে মাসে কর্তৃপক্ষ কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই তিন মাসের বকেয়া রেখেইে কারখানা বন্ধ ঘোষনা করে। প্রায় দেড় বছর হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতন, হাজিরা বোনাস, অর্জিত ছুটির টাকা এবং এক কালীন ১২০ দিনের বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ করেনি। দীর্ঘদিন বেতনভাতাসহ অন্যান্য পাওনাদী পরিশোধ না করায় তারা এলাকায় থাকতে পারছে না। বাড়ীর মালিকেরা তাদেরকে বকেয়া ভাড়া পরিশোধ করার জন্যানয়মিত চাপ দিচ্ছে। এক পর্যায়ে শ্রমিকেরা রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। অনেকে পায়ে হেঁটে ৪/৫ কিলোমিটার পথ হেঁটে তাদের গন্তব্য পৌছে। পরে বিকেল ৫টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, তিন মাসের বকেয়া না দিয়ে কারখানা বন্ধ কওে দিলে শ্রম মন্ত্রনালয় থেকে কারখানা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত দিয়েছিল যেন আমাদের বকেয়াসহ সমুদয় পাওনা পরিশোধ করে। কিন্তু ওই সিদ্ধান্তের সময় পার হয়ে গেলেও কর্তৃপক্ষ আমাদের ডেকে পাওনা পরিশোধ করেনি। তাই তারা সড়ক অবেরাধ করে বিক্ষোভ করেছে। তারা আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) বকেয়া বতেনসহ সকল পাওনাদী পরিশোধের দাবীতে শ্রম মন্ত্রনালয়ে যাবে।
ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড (পোশাক কারখানা) দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানা কর্তৃপক্ষের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারখানায় প্রশাসন বা উর্ধ্বতন কোন কর্মকর্তা না থাকলেও দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীরা এবিষয়ে কোনো কথা বলেনি।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুন নূর বলেন, আন্দোলনরত শ্রমিকদেরকে বুঝানো হয়েছে যেহেতু দীর্ঘদিন কারখানা বন্ধ এবং আজ শুক্রবারতাই সড়ক অবরোধ করে দুর্ভোগ সৃষ্টি হবে সাধারনের। তাদেরকে সুন্দরভাবে বুঝানোর পর তারা সড়ক থেকে সওে গেলে বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
























