কুমিল্লা’য় ভারী বর্ষণ এবং ত্রিপুরা রাজ্য থেকে ধেয়ে আসা পানিতে আকস্মিক বন্যায় তলিয়ে যায় কুমিল্লা চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলাসহ জেলার বিভিন্ন অঞ্চল। বৃহস্পতিবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর, কুমিল্লা মহানগর দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা বন্যা নিয়ন্ত্রণ কমিটির সাবেক সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো.আক্তারুজ্জামান । জামায়াত নেতা বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান পানিবন্দি কাশিনগর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন। তিনি প্রতিবেদককে বলেন-চৌদ্দগ্রাম উপজেলার কাকড়ীর পানি বিপৎসীমা প্রবাহিত হওয়ায় কাশিনগর ইউনিয়নের প্রায় ৫০হাজার পরিবার পানিবন্দি হয়েছে। এ সময় সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান সাবেক উপজেলা আমীরে জামায়াত। এসময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
কুমিল্লা চৌদ্দগ্রামে পানিবন্দি পরিবারের পাশে জামায়াত ইসলামী
-
আব্দুল্লাহ আল মানছুর,স্টাফ রিপোর্টার,কুমিল্লা - আপডেট সময় : ০৯:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- ।
- 66
জনপ্রিয় সংবাদ
























