মানিকগঞ্জের হরিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসবের আয়োজনের বাজেট থেকে বন্যা দুর্গতদের অর্থ সহায়তা পাঠিয়েছে উপজেলার ঝিটকা বাজার বারোয়ারী মন্দির কমিটি।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ঝিটকা বাজার মন্দির কমিটির সভাপতি গোবিন্দ রায়, সাধারণ সম্পাদক নরেশ দাশ ও উপদেষ্টা বাবলু পোদ্দার সহ সনাতনীরা নগদ ৫০ হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ঝিটকা বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক নরেশ দাশ বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের কারণে ঝিটকা বাজার মন্দির কমিটি ও মন্দিরের সকল সনাতনীদের পক্ষ থেকে আমরা এই সময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমাদের সংক্ষিপ্ত তহবিল থেকে ৫০ হাজার টাকা দান হয়েছ। এই দুঃসময়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আজকের এই কর্মসূচি। আমাদের দুর্গাপূজার জন্য প্রতিবছর তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা বাজেট থাকে আমরা সে বাজেট কিছুটা কমিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, এই মন্দিরের দীর্ঘদিন সভাপতি ছিলেন নারায়ণ চন্দ্র পোদ্দার এছাড়াও মহাশ্মশান ঘাটের দীর্ঘদিনের সভাপতি ও সেক্রেটারি থেকে নিষ্ঠার সাথে মন্দির এবং মহাশ্মশান ঘাটের সেবাই নিয়োজিত ছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারছি।
এ ব্যাপারে স্বর্গীয় নারায়ণ চন্দ্র পোদ্দারের ছেলে বিপ্লব পোদ্দার বলেন, এটি আমাদের মাতৃভূমি। এখানে কারো বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের বিপদে আমরা যতটুকু পেরেছি তা দিয়ে পাশে দাঁড়িয়েছি।বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ তাই আমরা একে অপরের পাশে থাবো।আর এভাবেই আমাদের সম্প্রীতি বন্ধন অটুট থাকবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, আমরা মন্দির কমিটি থেকে ৫০ হাজার টাকা পেয়েছি। তারা সহয়তা করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আমরা জমা দিয়ে দিবো।
























