০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে যাওয়ার সময় সীমান্তে ১৩ জন আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সুকানি সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৯ আগস্ট বৃহ¯পতিবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন শুকানী বিওপির টহল দল সীমান্তের ৭৩৯/৪ এস পিলারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃত হলেন দিনাজপুরের খানসামা উপজেলার বিষ্ণপুর গ্রামের রমেশ দাস (৩৮), আরতী দাস (৩৪), পল্লব দাস (১২), সুশীল দাস (৩৯), পাতলী রানী দাস (৩৫), সুবর্ণা দাস (১৪), প্রান্ত দাস ( ১০), পরিমল দাস (২৮) এবং তেঁতুলিয়া উপজেলার গোলাপদিগছ গ্রামের সাইদুল (হনু)। পরে তাদের তেঁতুলিয়া থানায় হন্তান্তর করে বিজিবি। এসময় তাদের কাছ থেকে স্বর্ণের আংটি, কানের দুল , গলার হার এবং নগদ টাকাসহ চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির শুকানী সীমান্ত ফাঁড়ির ক্যা¤প কমান্ডার মোকলেছুর রহমান বলেন, আটকরা শুকানী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করছিল। গোলপাদিগছ এলাকায় অবস্থান নেওয়ার সময় শুকানী সীমান্ত ফাঁড়ি খবর পেয়ে সেখানে গিয়ে বিজিবি তাদের আটক করে। এদিকে, ২৮ আগস্ট বুধবার দিবাগত রাতে প গড়ের বোদা উপজেলার বড়শশী বিজিবি বিওপির বিপরীতে ভারতের ১৫ বিএসএফ ব্যাটালিয়নের অধীন মহাদেব বিএসএফ ক্যা¤েপর সদস্যরা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃত হলেন ঠাকুরগাঁওয়ের কাউতাঠি গ্রামের নিমাই চন্দ্র বর্মন (৪২), পীরগঞ্জ উপজেলার থুমানিয়া গ্রামের সনাতন রায় (২৮), প গড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালপীর গ্রামের পরিতোষ রায় (২১) ও নীলফামারী সদরের ডুবাছড়ি গ্রামের মালিন চন্দ্র রায়। পরে বৃহ¯পতিবার সকালে কো¤পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের বোদা থানায় হস্তান্তর করা হয়। বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, পৃথক দুটি ঘটনায় ১৩ জনকে উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভারতে যাওয়ার সময় সীমান্তে ১৩ জন আটক

আপডেট সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সুকানি সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৯ আগস্ট বৃহ¯পতিবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন শুকানী বিওপির টহল দল সীমান্তের ৭৩৯/৪ এস পিলারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃত হলেন দিনাজপুরের খানসামা উপজেলার বিষ্ণপুর গ্রামের রমেশ দাস (৩৮), আরতী দাস (৩৪), পল্লব দাস (১২), সুশীল দাস (৩৯), পাতলী রানী দাস (৩৫), সুবর্ণা দাস (১৪), প্রান্ত দাস ( ১০), পরিমল দাস (২৮) এবং তেঁতুলিয়া উপজেলার গোলাপদিগছ গ্রামের সাইদুল (হনু)। পরে তাদের তেঁতুলিয়া থানায় হন্তান্তর করে বিজিবি। এসময় তাদের কাছ থেকে স্বর্ণের আংটি, কানের দুল , গলার হার এবং নগদ টাকাসহ চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির শুকানী সীমান্ত ফাঁড়ির ক্যা¤প কমান্ডার মোকলেছুর রহমান বলেন, আটকরা শুকানী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করছিল। গোলপাদিগছ এলাকায় অবস্থান নেওয়ার সময় শুকানী সীমান্ত ফাঁড়ি খবর পেয়ে সেখানে গিয়ে বিজিবি তাদের আটক করে। এদিকে, ২৮ আগস্ট বুধবার দিবাগত রাতে প গড়ের বোদা উপজেলার বড়শশী বিজিবি বিওপির বিপরীতে ভারতের ১৫ বিএসএফ ব্যাটালিয়নের অধীন মহাদেব বিএসএফ ক্যা¤েপর সদস্যরা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃত হলেন ঠাকুরগাঁওয়ের কাউতাঠি গ্রামের নিমাই চন্দ্র বর্মন (৪২), পীরগঞ্জ উপজেলার থুমানিয়া গ্রামের সনাতন রায় (২৮), প গড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালপীর গ্রামের পরিতোষ রায় (২১) ও নীলফামারী সদরের ডুবাছড়ি গ্রামের মালিন চন্দ্র রায়। পরে বৃহ¯পতিবার সকালে কো¤পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের বোদা থানায় হস্তান্তর করা হয়। বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, পৃথক দুটি ঘটনায় ১৩ জনকে উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।