গাজীপুর মহানগরীর কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতদলের সদস্যরা নগদ প্রায় ৯ লক্ষ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস পত্র লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৩ঘটিকার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন এর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লার বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
এসময় বাসা-বাড়ীর দেয়াল টপকে দ্বিতীয় তলার ডাইনিং রুমের লোহার জানালার গ্রীল কেটে ৫-৬ জন ডাকাত ঢুকে বাড়ির মালিক সাইজ উদ্দিন মোল্লা ও তার স্ত্রী মমতাজ বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৫ ভরি স্বর্ণ অলংকার সহ প্রায় আনুমানিক ৯ লক্ষ টাকা সহ কিছু দামী জামা কাপড় লুট করে নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা।
লুটপাটের পর ডাকাত দল পালিয়ে গেলে তাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ ।
























