নওগাঁর মহাদেবপুর উপজেলায় সাপের কামড়ে নিধুরাম হাজরা (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দোহালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিধুরাম হাজরা হলেন সদর ইউপির দোহালী গ্রামের শ্রী অভিরাম হাজরার ছেলে নিধুরাম হাজরা।
পারিবারিক সূত্রে জানা যায়,২৯ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১ টার দিকে নিজ বাড়িতে তার গরুর শেটে খাবার দিতে গিয়ে সাপে কামড় দেয়। ব্যথা অনুভব করায় পরিবারের লোকজনকে সে জানায় সাপ তাকে কামড় দিয়েছে। তবে কি সাপ সেটি বলতে পারেননি। পরবর্তীতে তার অবস্থার অবনতি বুঝতে পেরে তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে এক ডোজ এন্টিভেনম দেন। এন্টিভেনম দেওয়ার কিছু পর তার মৃত্যু হয়।
মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, সাপের কামড়ে আক্রান্ত রোগী হাসপাতালে আসতে দেরি করে। তাকে এন্টিভেনম দেওয়ার পরও তার মৃত্যু হয়।
























