ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী তালহা বিন মুরশিদের মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করছেন সহপাঠী ও স্বজনরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তারা। মানববন্ধনে অশ্রæসিক্ত কণ্ঠে ছেলে হত্যার বিচার দাবি করেন নিহত তালহার বাবা মুরশিদ আলম। গত ২৫ আগস্ট রংপুর নগরীর শালবন মিস্ত্রীপাড়া এলাকায় নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শিক্ষার্থী তালহা। তবে পরিবারের দাবি তালহা আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। মানববন্ধনে এ হত্যাকান্ডে শ্বশুরবাড়ির লোকজন জড়িত বলে অভিযোগ করেন তালহার বাবা মুরশিদ আলম। মুরশিদ আলম বলেন, প্রবাস জীবনের রোজগারের অর্থ দিয়ে শ্বশুরবাড়িতে একমাত্র ছেলের নামে বহুতল ভবন নির্মাণ করেন তিনি। এরপর থেকেই স্ত্রীর সঙ্গে তার স¤পর্কের অবনতি ঘটে। সেই সূত্র ধরেই শ্বশুর পরিবারের লোকজন তার ছেলেকে হত্যা করেছে। তবে এ হত্যাকান্ড ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। একই দাবি নিহত তালহার সহপাঠীদেরও। এদিকে তালহা বিন মুরশিদের মৃত্যুর ঘটনায় ৭ দিন অতিবাহিত হলেও, এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি থানায়।























