শিক্ষা অধিদপ্তরের নির্দেশে সারা দেশের ন্যায় নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ঈদে মিলাদুন্নবী উৎযাপন করা হয়। এরমধ্যে নওগাঁর বদলগাছী উপজেলার ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসায় যথাযথ নিয়মে এ দিবস উৎযাপন করা হলেও সেখানে উপস্থিত ছিলেন না ওই মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন।
জানা যায়, এ দিবস উপলক্ষে ওই মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে আলোচনাসভা, দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিন্তু মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন এই বিশেষ দিনেও মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। তিনি গত মাসেও ছুটি ছাড়া পাঁচ দিন প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এরপর গত ১ সেপ্টেম্বর তিনি মাদ্রাসায় আসেন। এরপর কিছুক্ষণ থেকে মাদ্রাসা ছেড়ে চলে যান। ইতোপূর্বে তার বিরুদ্ধে স্থানীয়রা একটি অভিযোগ দিলে সেই অভিযোগটি তদন্ত করতে যান তদন্ত কর্মকর্তারা। সেই দিনও তিনি মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়ায় ইতোমধ্যেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।
ওই মাদ্রাসার শিক্ষক উজাউলসহ অন্যরা বলেন, তিনি গত ১ সেপ্টেম্বরের পর আজ পর্যন্ত আর প্রতিষ্ঠানে আসেননি।
এবিষয়ে জানতে অধ্যক্ষ আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব হাসান বলেন, আপনার মাধ্যমে প্রথম শুনলাম। এ বিষয়েও তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
নওগাঁয় ঈদে মিলাদুন্নবী উৎযাপন করলেন না মাদ্রাসার অধ্যক্ষ
-
নওগাঁ প্রতিনিধি - আপডেট সময় : ০২:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- ।
- 49
জনপ্রিয় সংবাদ
























