০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দশম গ্রেডের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

জামালপুরে ১২ তম গ্রেড প্রত্যাখান করে দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে জামালপুর জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবববন্ধনে শিক্ষক যখন স্নাতকোত্তর ১২তম গ্রেড তখন হাস্যকর, দশম গ্রেড দাবী নয় অধিকার অধিকার, ১২তম গ্রেড মানি না মানবো না, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই ইত্যাদি শ্লোগানে মূখরিত হয়ে উঠে পিটিআই প্রাঙ্গণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আসমা ইসলাম, আরিফা পারভিন, মো. মুসা আলী, মো. শাহিনূর ইসলাম, হাসানুল বরী, রনী রানী গোপ, মো. ওমর ফারুক প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমরা ডিগ্রি এবং স্নাতকোত্তর শেষ করে এই শিক্ষকতা পেশায় এসেছি। কিন্তু এখন ১২তম গ্রেডে আমাদের নিয়ে যাবার অপচেষ্টা চলছে। আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারীদের সমমর্যাদা দেওয়া হচ্ছে। এতে আমরা সামাজিকভাবেও যেমন হেয় হচ্ছি তেমনি ওই গ্রেডের বেতনস্কেলে আমাদের পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে। তাই আমরা দশম গ্রেড বাস্তবায়ন চাচ্ছি। এটা না দিলে আমরা কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনের দিকে যাবো।

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় : ০৩:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

জামালপুরে ১২ তম গ্রেড প্রত্যাখান করে দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে জামালপুর জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবববন্ধনে শিক্ষক যখন স্নাতকোত্তর ১২তম গ্রেড তখন হাস্যকর, দশম গ্রেড দাবী নয় অধিকার অধিকার, ১২তম গ্রেড মানি না মানবো না, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই ইত্যাদি শ্লোগানে মূখরিত হয়ে উঠে পিটিআই প্রাঙ্গণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আসমা ইসলাম, আরিফা পারভিন, মো. মুসা আলী, মো. শাহিনূর ইসলাম, হাসানুল বরী, রনী রানী গোপ, মো. ওমর ফারুক প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমরা ডিগ্রি এবং স্নাতকোত্তর শেষ করে এই শিক্ষকতা পেশায় এসেছি। কিন্তু এখন ১২তম গ্রেডে আমাদের নিয়ে যাবার অপচেষ্টা চলছে। আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারীদের সমমর্যাদা দেওয়া হচ্ছে। এতে আমরা সামাজিকভাবেও যেমন হেয় হচ্ছি তেমনি ওই গ্রেডের বেতনস্কেলে আমাদের পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে। তাই আমরা দশম গ্রেড বাস্তবায়ন চাচ্ছি। এটা না দিলে আমরা কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনের দিকে যাবো।