০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহের ১২ থানায় নতুন ওসি

ময়মনসিংহ জেলার ১২ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) ও ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে ১৫ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
কোটা আন্দোলনে পুলিশের ভূমিকা, পটপরিবর্তনের পর পুলিশকে কাজে ফেরানো, ট্রমা থেকে বের করা, বাহিনীকে সংস্কারসহ নানা দিক বিবেচনা করে পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশকে জনবান্ধব ও সেবামুখী করতে এবং জেলা পুলিশকে ঢেলে সাজাতেই এই কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একাধিক সূত্র।
রবিবার (২২ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মো: আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
নতুন ওসিরা হলেন- কোতোয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম খান, ইন্সপেক্টর (তদন্ত) মো: সাইফুল ইসলাম, মুক্তাগাছা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) রিপন চন্দ্র গোপ, ফুলবাড়ীয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান, ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মোবারক হোসেন, ভালুকা মডেল থানায় ইন্সপেক্টর (তদন্ত) মো: হুমায়ুন কবির, পাগলা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম, গৌরীপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার, নান্দাইল মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহমেদ, ফুলপুর থানায় অফিসার ইনচার্জ ওসি মো: আব্দুল হাদি, তারাকান্দা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান, হালুয়াঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের, ধোবাউড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো: আল মামুন সরকার ও ত্রিশাল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক চিঠিতে ময়মনসিংহ রেঞ্জের ৩২ পুলিশ কর্মকর্তাকে নৌ-পুলিশ, টুরিস্ট, সিআইডি, পুলিশ ট্রেনিং সেন্টার, হাইওয়ে ও পিবিআই পুলিশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মো: আজিজুল ইসলাম বলেন, অনেকেই বিভিন্ন থানায় অনেকদিন ছিল, আমরা জেলা পুলিশকে ঢেলে সাজাতেই কাজ করছি, পাশাপাশি পুলিশের প্রতি মানুষের যে আস্থা ছিল, তা ফিরিয়ে আনা, পটপরিবর্তনের পর পুলিশকে কাজে ফেরানো, ট্রমা থেকে বের করাসহ নানা দিক বিবেচনা করে পুলিশকে জনবান্ধব, সেবামুখী ও গতিশীল করতে কাজ করা হচ্ছে। এছাড়াও নতুন ওসিদের আইনের যথাযথ প্রয়োগ ও জনগণের কাছাকাছি পৌঁছাতে নির্দেশনা দেয়া হয়েছে।
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের ১২ থানায় নতুন ওসি

আপডেট সময় : ০৭:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
ময়মনসিংহ জেলার ১২ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) ও ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে ১৫ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
কোটা আন্দোলনে পুলিশের ভূমিকা, পটপরিবর্তনের পর পুলিশকে কাজে ফেরানো, ট্রমা থেকে বের করা, বাহিনীকে সংস্কারসহ নানা দিক বিবেচনা করে পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশকে জনবান্ধব ও সেবামুখী করতে এবং জেলা পুলিশকে ঢেলে সাজাতেই এই কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একাধিক সূত্র।
রবিবার (২২ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মো: আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
নতুন ওসিরা হলেন- কোতোয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম খান, ইন্সপেক্টর (তদন্ত) মো: সাইফুল ইসলাম, মুক্তাগাছা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) রিপন চন্দ্র গোপ, ফুলবাড়ীয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান, ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মোবারক হোসেন, ভালুকা মডেল থানায় ইন্সপেক্টর (তদন্ত) মো: হুমায়ুন কবির, পাগলা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম, গৌরীপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার, নান্দাইল মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহমেদ, ফুলপুর থানায় অফিসার ইনচার্জ ওসি মো: আব্দুল হাদি, তারাকান্দা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান, হালুয়াঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের, ধোবাউড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো: আল মামুন সরকার ও ত্রিশাল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক চিঠিতে ময়মনসিংহ রেঞ্জের ৩২ পুলিশ কর্মকর্তাকে নৌ-পুলিশ, টুরিস্ট, সিআইডি, পুলিশ ট্রেনিং সেন্টার, হাইওয়ে ও পিবিআই পুলিশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মো: আজিজুল ইসলাম বলেন, অনেকেই বিভিন্ন থানায় অনেকদিন ছিল, আমরা জেলা পুলিশকে ঢেলে সাজাতেই কাজ করছি, পাশাপাশি পুলিশের প্রতি মানুষের যে আস্থা ছিল, তা ফিরিয়ে আনা, পটপরিবর্তনের পর পুলিশকে কাজে ফেরানো, ট্রমা থেকে বের করাসহ নানা দিক বিবেচনা করে পুলিশকে জনবান্ধব, সেবামুখী ও গতিশীল করতে কাজ করা হচ্ছে। এছাড়াও নতুন ওসিদের আইনের যথাযথ প্রয়োগ ও জনগণের কাছাকাছি পৌঁছাতে নির্দেশনা দেয়া হয়েছে।