০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে মানববন্ধন করেছে নওগাঁর ১১টি উপজেলার ৮ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। মানববন্ধনে অবিলম্বে দেশের সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবী জানান তাঁরা।
মানববন্ধনে বক্তৃতারা বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার ৯৭ ভাগ দায়িত্ব পালন করছি আমরা। কিন্তু বেতন-ভাতার দিক দিয়ে আমরা বৈষম্যের শিকার। দেশ স্বাধীনের পর ৫৩ বছর পার হয়ে গেলেও আমাদের বৈষম্যের অবসান হয়নি। হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয় বার স্বাধীনতার সাধ পেলেও এখন পর্যন্ত শিক্ষা উন্নয়নের দৃশ্যমান কোন পদক্ষেপ চোখে পরেনি। তাই অতিদ্রুত মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। তা নাহলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, এই দ্রব্যমূল্যের উধ্বমুখী বাজারে একজন শিক্ষক ১২ হাজার ৫০০ টাকা বেতনে কিভাবে তার সংসার চালাতে পারে। অধ্যক্ষ থেকে পিয়ন পর্যন্ত ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫শ টাকা চিকিৎসা ভাতায় কিভাবে চলতে পারে। উৎসবভাতা পায় মূল বেতনের ২৫ শতাংশ। আমাদের অনেক শিক্ষক রয়েছেন যারা নিজ জেলার বাহিরে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করছেন। এই ১ হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে একজন শিক্ষক একটি বাড়ি তো দূরের কথা একটি খুপরি ঘরও পাওয়া যাবেনা। ৫শ টাকা আমরা পাই চিকিৎসা ভাতা যা দিয়ে একবার ডাক্তারের ফি হয়না। মূল বেতনের ২৫ শতাংশ টাকা আমরা পাই উৎসব ভাতা যা অন্যের কাছে বলতেও লজ্জা লাগে। এতো বৈষম্যের মধ্যে থেকেও আমরা দেশের শিক্ষা ব্যাবস্থার ৯৭ শতাংশ দায়িত্ব পালন করে যাচ্ছি। এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার।
মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য স্মারকলিপি জমা দেন।
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে মানববন্ধন করেছে নওগাঁর ১১টি উপজেলার ৮ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। মানববন্ধনে অবিলম্বে দেশের সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবী জানান তাঁরা।
মানববন্ধনে বক্তৃতারা বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার ৯৭ ভাগ দায়িত্ব পালন করছি আমরা। কিন্তু বেতন-ভাতার দিক দিয়ে আমরা বৈষম্যের শিকার। দেশ স্বাধীনের পর ৫৩ বছর পার হয়ে গেলেও আমাদের বৈষম্যের অবসান হয়নি। হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয় বার স্বাধীনতার সাধ পেলেও এখন পর্যন্ত শিক্ষা উন্নয়নের দৃশ্যমান কোন পদক্ষেপ চোখে পরেনি। তাই অতিদ্রুত মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। তা নাহলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, এই দ্রব্যমূল্যের উধ্বমুখী বাজারে একজন শিক্ষক ১২ হাজার ৫০০ টাকা বেতনে কিভাবে তার সংসার চালাতে পারে। অধ্যক্ষ থেকে পিয়ন পর্যন্ত ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫শ টাকা চিকিৎসা ভাতায় কিভাবে চলতে পারে। উৎসবভাতা পায় মূল বেতনের ২৫ শতাংশ। আমাদের অনেক শিক্ষক রয়েছেন যারা নিজ জেলার বাহিরে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করছেন। এই ১ হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে একজন শিক্ষক একটি বাড়ি তো দূরের কথা একটি খুপরি ঘরও পাওয়া যাবেনা। ৫শ টাকা আমরা পাই চিকিৎসা ভাতা যা দিয়ে একবার ডাক্তারের ফি হয়না। মূল বেতনের ২৫ শতাংশ টাকা আমরা পাই উৎসব ভাতা যা অন্যের কাছে বলতেও লজ্জা লাগে। এতো বৈষম্যের মধ্যে থেকেও আমরা দেশের শিক্ষা ব্যাবস্থার ৯৭ শতাংশ দায়িত্ব পালন করে যাচ্ছি। এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার।
মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য স্মারকলিপি জমা দেন।