১০ম গ্রেড দাবি নয়, আমাদের অধিকার এ স্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিকাল চারটায় উপজেলা পরিষদের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
এসময় ত্রিশাল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আনোয়ার হোসেন, আব্দুল লতিফ খান, রাশেদুজ্জামান রানা, মোস্তফা কামাল, সারোয়ার জামান, আবুল কালাম, সাখাওয়াত হোসেন, তানিয়া সিদ্দিকা, আবু খায়ের আনিছসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
























