টাঙ্গাইলের মির্জাপুরে বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ ১৭ বছর পর বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া কালিবাড়ী মাঠে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট বড় মিছিল, বর্ণিল টুপি, প্ল্যাকার্ড ও পোস্টারসহ স্লোগান দিয়ে সমাবেশস্থলে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সাবেক সংসদ সদস্য, শিশু বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, এড. আব্দুল রউফ। বিশেষ বক্তা হিসাবে ছিলেন, খন্দকার সালাহ উদ্দিন আরিফসহ আবুল মনসুর খান দিপক। এসময় প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, তৃণমূলের নেতা কর্মীদের নিয়েই বিএনপি। বিএনপি রাজনীতি করে দেশের জন্য, জনগণের জন্য, আওয়ামী লীগ রাজনীতি করেছে শুধু আওয়ামীলীগের জন্য। আমরা সতের বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি। তথাকথিত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার কাছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চেয়েছিলাম। হাসিনা নিজেই ক্ষমতায় থেকে নির্বাচন দিলেন। ২০১৪ সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি। আঠারো সালে পরীক্ষামূলক ভাবে নির্বাচনে অংশগ্রহণ করলাম। সে নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেনি। ভোটাররা ভোট দিতে পারেনি। উয়ার্শী ইউনিয়নের বেশ কয়েকটি ভোট কেন্দ্রে দেখেছি পুলিশ পর্যন্ত ভোট দিয়েছে। আগামী দিনে ভোটের মাধ্যমে আমরা সরকার গঠন করতে চাই আ:লীগের মত ভোট বিহীন এমপি হতে চাইনা। এছাড়া তিনি নেতাকর্মীদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপির ত্যাগী নেতাকর্মী ও কারানির্যাতীত নেতা যারা আছেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, এবং তাদেরকে সঙ্গে নিয়ে সকল কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
শিরোনাম
মির্জাপুরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিশাল জনসমাবেশ
-
টাঙ্গাইল প্রতিনিধি - আপডেট সময় : ০৭:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- ।
- 157
জনপ্রিয় সংবাদ
























