মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে নওগাঁর বদলগাছীতে অভিযান পরিচালনা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান।
২৯ সেপ্টেম্বর (রবিবার) সকালে উপজেলা পরিষদের গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হেলমেট ও লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালনার দায়ে ৫ জন চালককে ৪,৫০০-/ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও নিজেদেরকে সুরক্ষিত রাখতে মোটরসাইকেল চালানোর আগে হেলমেট পরিধান নিশ্চিত করতে সকলকে সচেতন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, সড়ক ও মহাসড়কে হেলমেট পরিধান ব্যতীত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনার হার বৃদ্ধি পেয়েছে। হেলমেট ও লাইসেন্স ব্যতীত কেও যাতে মোটরসাইকেল না চালায়, সে কারণে আজ আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হেলমেট ও লাইসেন্স বিহীন চালকদেরকে জরিমানা করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























