রাজারহাটে সোমবার ৩০ সেপ্টেম্বর সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় আলোচনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সেনা ও পুলিশ কর্মকর্তা ছাড়াও ইউপি চেয়ারম্যানগণ। এবছর উপজেলার সাতটি ইউনিয়নে ১১৪টি পূজা মণ্ডপে পূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীরা। উক্ত প্রস্তুতিমুলক সভায় সকল পূজা মণ্ডপের পুরোহিতগণ উপস্থিত থেকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন – আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পূজা মণ্ডপ গুলোকে প্রশাসনের পক্ষ থেকে এবছর সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।























