বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার তিন শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেন, যারা বিগত ১৫ বছর অন্যায়ের সাথে জড়িত ছিল তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। গণহত্যার সাথে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার জামায়াত-শিবির, বিএনপি সহ সকল বিরোধী দলের নেতৃবৃন্দ ও আলেম-উলামা এমনকি ভিন্ন ধর্মের লোকদের উপরেও সীমাহীন জুলুম নির্যাতন করেছে।
বিরামপুর সরকারি কলেজ মিলনায়তনে সোমবার সকালে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় এতে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর উত্তর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জয়পুরহাট জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, দিনাজপুর দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মাওলানা আবদুল হালিম।
























