০১:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে ২০ ঘন্টায় মিললো পৃথক স্থানে ৩ মরদেহ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের ৬ ঘন্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার হলো বৃদ্ধের মরদেহ।অপরদিকে পৃথক দুটি স্থানে ২ যুবকের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো.ইয়াসিন মুন্সী এসব বিষয়ে তথ্য দিয়ে নিশ্চিত করেন।

মো.ইয়াসিন মুন্সী জানায়,গতকাল মঙ্গলবার বেলা আড়াই টার দিকে উপজেলা মৌওগ্রাম এলাকার আব্দুর রহিম(৬০) কচুরি সংগ্রহ করতে নৌকা নিয়ে বাহির হলে আর ফিরে আসেনা।এ ঘটনার নিখোঁজের ৬ ঘন্টা পর স্থানীয়রা আড়িয়াল বিলে ভাসমান অবস্থান আব্দুর রহমানের মরদেহ দেখতে পায়।

ওসি আরো জানান, এ দিকে একি দিনে উপজেলার রোজের পাড়া এলাকায় দুপুর পৌনে ১২ টার দিকে রানা আহমেদ (২৫) কে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ  উদ্ধার করে পুলিশ।তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়।রোজের পাড়া এলাকায় রুমানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

এ ঘটনার আগের দিন উপজেলা পাটাভোগ ইউনিয়নের কামার খোলা এলাকা থেকে সন্ধ্যার দিকে দিপু কাজী(২৪) নামে আরেক যুবকের গলায় ফাঁস দেয়া অবস্থান মরদেহ উদ্ধার করে পুলিশ।সে ঐ এলাকায় দ্বিন ইসলাম কাজীর ছেলে।

পুলিশ জানান,পৃথক ৩টি ঘটনার তিনটি মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর কারন জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জে ২০ ঘন্টায় মিললো পৃথক স্থানে ৩ মরদেহ

আপডেট সময় : ০২:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের ৬ ঘন্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার হলো বৃদ্ধের মরদেহ।অপরদিকে পৃথক দুটি স্থানে ২ যুবকের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো.ইয়াসিন মুন্সী এসব বিষয়ে তথ্য দিয়ে নিশ্চিত করেন।

মো.ইয়াসিন মুন্সী জানায়,গতকাল মঙ্গলবার বেলা আড়াই টার দিকে উপজেলা মৌওগ্রাম এলাকার আব্দুর রহিম(৬০) কচুরি সংগ্রহ করতে নৌকা নিয়ে বাহির হলে আর ফিরে আসেনা।এ ঘটনার নিখোঁজের ৬ ঘন্টা পর স্থানীয়রা আড়িয়াল বিলে ভাসমান অবস্থান আব্দুর রহমানের মরদেহ দেখতে পায়।

ওসি আরো জানান, এ দিকে একি দিনে উপজেলার রোজের পাড়া এলাকায় দুপুর পৌনে ১২ টার দিকে রানা আহমেদ (২৫) কে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ  উদ্ধার করে পুলিশ।তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়।রোজের পাড়া এলাকায় রুমানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

এ ঘটনার আগের দিন উপজেলা পাটাভোগ ইউনিয়নের কামার খোলা এলাকা থেকে সন্ধ্যার দিকে দিপু কাজী(২৪) নামে আরেক যুবকের গলায় ফাঁস দেয়া অবস্থান মরদেহ উদ্ধার করে পুলিশ।সে ঐ এলাকায় দ্বিন ইসলাম কাজীর ছেলে।

পুলিশ জানান,পৃথক ৩টি ঘটনার তিনটি মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর কারন জানা যাবে।