০১:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে সাড়ে ১৯ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিনসহ ট্রাক লুট

ঢাকা জেলার সাভারে ৬০ ড্রাম সয়াবিন তেলসহ একটি ট্রাক মহাসড়ক থেকে লুট করেছে ডাকাতদল। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ নামের এক ব্যাবসায়ী।
বুধবার (৯ অক্টোবর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল তাদের মাইক্রোবাসে করে ট্রাক চালক ও সহযোগীকে ধামরাইয়ে ফেলে গিয়েছিল।
তেলে ড্রাম লুট হওয়া ট্রাকটির চালক সেলিম সংবাদকর্মীদের জানান, রাতে ডেমরা থেকে সয়াবিন তেলের ৬০টি ড্রাম লোড করে সাভারের নামাবাজারের উদ্দেশ্যে রওনা করেন। হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌঁছলে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি গাড়ি থামিয়ে ড্রামে কি আছে ও গন্তব্য জানতে চায়।
ট্রাকে সয়াবিন তেলের ড্রাম ৬০টি আছে এমন খবর শুনে তিনি আমাদের যেতে বলেন। ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতে না উঠতেই একটি হাইয়েস মাইক্রোবাস আমাদের গতিরোধ করে আটক করে। পরে কয়েকজন মাইক্রোবাস থেকে নেমে প্রথমে আমাকে ও পরে সহযোগীকে (হেলপার) তাদের মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে দুজনকেই ঘুমের ওষুধ খাওয়ায়। পরে ধামরাই সুতিপাড়া এলাকায় নিয়ে আমাদের সড়কের পাশে ফেলে রেখে চলে যায় তারা।
এ বিষয়ে বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ বলেন, আমরা দীর্ঘদিন ধরে সাভার নামা বাজারে আটা ও ময়দা ব্যবসা করে আসছি। ডেমরা এলাকা থেকে টিকে গ্রুপের শবনম সয়াবিন তেলের ৬০ ড্রাম তেল আমাদের নিজস্ব ট্রাকে লোড করে সাভারে ফেরার সময় লুট করে ডাকাতরা। এরপর থেকেই তেলের ড্রামসহ ট্রাকটির কোনো খোঁজ মিলছে না।
এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে গেলে ট্রাকের চালকের বক্তব্য অসঙ্গতিপূর্ণ মনে করছে বলে জানিয়েছেন সাভার মডেল থানা পুলিশ । তাই অভিযোগ দায়ের করতে একটু বিলম্ব হচ্ছে।
অভিযোগের বিষয়ে সাভার মডেল থানার কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
জনপ্রিয় সংবাদ

সাভারে সাড়ে ১৯ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিনসহ ট্রাক লুট

আপডেট সময় : ০৯:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
ঢাকা জেলার সাভারে ৬০ ড্রাম সয়াবিন তেলসহ একটি ট্রাক মহাসড়ক থেকে লুট করেছে ডাকাতদল। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ নামের এক ব্যাবসায়ী।
বুধবার (৯ অক্টোবর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল তাদের মাইক্রোবাসে করে ট্রাক চালক ও সহযোগীকে ধামরাইয়ে ফেলে গিয়েছিল।
তেলে ড্রাম লুট হওয়া ট্রাকটির চালক সেলিম সংবাদকর্মীদের জানান, রাতে ডেমরা থেকে সয়াবিন তেলের ৬০টি ড্রাম লোড করে সাভারের নামাবাজারের উদ্দেশ্যে রওনা করেন। হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌঁছলে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি গাড়ি থামিয়ে ড্রামে কি আছে ও গন্তব্য জানতে চায়।
ট্রাকে সয়াবিন তেলের ড্রাম ৬০টি আছে এমন খবর শুনে তিনি আমাদের যেতে বলেন। ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতে না উঠতেই একটি হাইয়েস মাইক্রোবাস আমাদের গতিরোধ করে আটক করে। পরে কয়েকজন মাইক্রোবাস থেকে নেমে প্রথমে আমাকে ও পরে সহযোগীকে (হেলপার) তাদের মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে দুজনকেই ঘুমের ওষুধ খাওয়ায়। পরে ধামরাই সুতিপাড়া এলাকায় নিয়ে আমাদের সড়কের পাশে ফেলে রেখে চলে যায় তারা।
এ বিষয়ে বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ বলেন, আমরা দীর্ঘদিন ধরে সাভার নামা বাজারে আটা ও ময়দা ব্যবসা করে আসছি। ডেমরা এলাকা থেকে টিকে গ্রুপের শবনম সয়াবিন তেলের ৬০ ড্রাম তেল আমাদের নিজস্ব ট্রাকে লোড করে সাভারে ফেরার সময় লুট করে ডাকাতরা। এরপর থেকেই তেলের ড্রামসহ ট্রাকটির কোনো খোঁজ মিলছে না।
এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে গেলে ট্রাকের চালকের বক্তব্য অসঙ্গতিপূর্ণ মনে করছে বলে জানিয়েছেন সাভার মডেল থানা পুলিশ । তাই অভিযোগ দায়ের করতে একটু বিলম্ব হচ্ছে।
অভিযোগের বিষয়ে সাভার মডেল থানার কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি আমরা বিষয়টি খতিয়ে দেখছি।