ফেনীতে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বী সেবায়েতের নয় দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ফেনীর ট্রাংক রোডস্থ জয়কালী মন্দিরে এ সেবায়েতের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়িত ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের (২য় পর্যায়) এর আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এ সময় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্মীয় ও আর্থ- সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের কনসালট্যান্ট সুকুমার দাশ, জুনিয়র কনসালটেন্ট রুমা দত্ত, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার হিরালাল চক্রবর্তী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা, ব্রাহ্মণ সংসদ ফেনী জেলা শাখা আহ্বায়ক জীবন কুমার আচার্য্য, জয়কালী মন্দির যুগ্ম সম্পাদক সমরজিৎ দাস টুটুল ও প্রশিক্ষক নারায়ন চক্রবর্তী এবং ফেনী জেলা সদর ও বিভিন্ন উপজেলার মন্দির থেকে আসা ২৫ জন সেবায়েত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বর্তমান সরকার সব ধর্মের উন্নয়নে কাজ করছে। সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করলে সব সেবায়েত নিজ নিজ মন্দিরের উন্নয়নে আরও কাজ করতে পারবে।
আয়োজকরা জানান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ২২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফেনী জেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন সেবায়েতকে সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ এবং কৃষি বনায়ন বিষয়ক এ প্রশিক্ষণ দেওয়া হবে।
























