রংপুরে গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নে বেসরকারি বিনোদন উদ্যান ভিন্নজগতের ফ্রিল্যান্সার আলোকচিত্র শিল্পী সিয়াম (২৩) নামে এক লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৮ অক্টোবর সোমবার সকাল ১১টার দিকে উপজেলার লালপুকুর নয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিয়াম একই এলাকার আলতাফ হোসেনের ছেলে। গঙ্গাচড়া থানার এসআই ডেভিড হিমাদ্রী বলেন, সংবাদ পেয়ে ভিন্নজগতের পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরণে প্যান্ট ও শার্ট ছিল। এর আগে গত রবিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে সেখানে ফেলে গেছে। হত্যাকান্ডের কারণ উদঘাটনে জন্য তদন্ত শুরু করা হয়েছে। রংপুর পুলিশ সুপার মো.শরীফ উদ্দিন বলেন, তিনি বেসরকারি বিনোদন উদ্যান ভিন্নজগতে ফ্রিল্যান্সার আলোকচিত্র শিল্পী হিসেবে পর্যটকদের ছবি তুলতেন। হত্যাকান্ডে কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে
শিরোনাম
রংপুরে ধানক্ষেত থেকে আলোকচিত্র শিল্পীর মরদেহ উদ্ধার
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৫:২২:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- ।
- 36
জনপ্রিয় সংবাদ























