০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে জোড়া খুনের মামলায় দুই জনের মৃত্যু দন্ডাদেশ

রংপুরের পীরগঞ্জ উপজেলায় জোড়া হত্যা মামলায় আব্দুর রশিদ নান্নু ও হারুন মন্ডল নামে ব্যক্তিকে ফাঁসি ও আকমল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ ৩ নভেম্বর রবিবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচার ফজলে খোদা মোহাম্মদ নাজিম এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার তাহেরপুর এলাকায় জমিজমা সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক মন্ডল ও তাঁর ভাতিজা সামছুল মন্ডল গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। একদিন পরেই চিকিৎসাধীন অবস্থায় চাচা ভাতিজা মৃত্যুবরণ করেন। পরে এ ঘটনায় নিহত আব্দুর রাজ্জাকের মেয়ে আরিফা খাতুন বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. আফতাব উদ্দিন বলেন, দীর্ঘ ৬ বছর ধরে মামলার শুনানি ও ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রবিবার দু’জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী আরিফা খাতুন। দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিম দন্ডবিধি ৩০২ ও অন্যান্য ধারায় আসামি মো. হারুন মন্ডল ও রশিদ মন্ডলকে মৃত্যুদন্ড এবং আকমল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ও জরিমানা করেছেন। আসামি পক্ষের আইনজীবী জহুরুল আলম বলেন, মামলা যেভাবে প্রমাণ করা দরকার রাষ্ট্র পক্ষ সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীত প্রমাণ করতে সক্ষম হয়নি। রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।

 

জনপ্রিয় সংবাদ

রংপুরে জোড়া খুনের মামলায় দুই জনের মৃত্যু দন্ডাদেশ

আপডেট সময় : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

রংপুরের পীরগঞ্জ উপজেলায় জোড়া হত্যা মামলায় আব্দুর রশিদ নান্নু ও হারুন মন্ডল নামে ব্যক্তিকে ফাঁসি ও আকমল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ ৩ নভেম্বর রবিবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচার ফজলে খোদা মোহাম্মদ নাজিম এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার তাহেরপুর এলাকায় জমিজমা সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক মন্ডল ও তাঁর ভাতিজা সামছুল মন্ডল গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। একদিন পরেই চিকিৎসাধীন অবস্থায় চাচা ভাতিজা মৃত্যুবরণ করেন। পরে এ ঘটনায় নিহত আব্দুর রাজ্জাকের মেয়ে আরিফা খাতুন বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. আফতাব উদ্দিন বলেন, দীর্ঘ ৬ বছর ধরে মামলার শুনানি ও ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রবিবার দু’জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী আরিফা খাতুন। দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিম দন্ডবিধি ৩০২ ও অন্যান্য ধারায় আসামি মো. হারুন মন্ডল ও রশিদ মন্ডলকে মৃত্যুদন্ড এবং আকমল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ও জরিমানা করেছেন। আসামি পক্ষের আইনজীবী জহুরুল আলম বলেন, মামলা যেভাবে প্রমাণ করা দরকার রাষ্ট্র পক্ষ সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীত প্রমাণ করতে সক্ষম হয়নি। রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।