০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর ময়মনসিংহ-ঢাকা রুটে চালু হলো বিআরটিসির এসি বাস

দীর্ঘ ১৭ বছর পর বহুল প্রত্যাশিত ময়মনসিংহ থেকে ঢাকা রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিসের শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে নগরীর বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের পাশে জেলা প্রাশাসনের আয়োজনে বিআরটিসি’র ময়মনসিংহ কাউন্টারে এসি বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়।
ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে
বিআরটিসি এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন,
জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ- ঢাকা রুটে এসি বাস সার্ভিসটি চালু করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সাথে সুন্দর আচরণ, ভালো মানের সার্ভিস ও যাত্রীবান্ধব সেবা প্রদানের জন্য বিআরটিসির সংশ্লিষ্ট অপারেটরদের প্রতি আহ্বান জানান তিনি। বিআরটিসি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কে বিআরটিসি এসি বাস সার্ভিস ছিল না। বাস সার্ভিস চালুর জন্য আন্দোলন শুরু হলেও একটি সিন্ডিকেটের কারণে বাস সার্ভিস চালু হয়নি। সরকার পরিবর্তনের পর জনগণের দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ ১৭ বছর পর বিআরটিসি এসি বাস চালু হয়েছে। মোট ১৮ টি এসি বাস সকাল ৬ টা ১৫ মিনিটে ১ম গাড়ি ও সর্বশেষ সাড়ে ৭ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকার মহাখালী থেকে ১ম গাড়ি সকাল ৬ টা ১৫ মিনিটে ও সর্বশেষ গাড়ি সন্ধ্যা সাড়ে ৭ টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এসি বাসগুলো প্রতিদিন ময়মনসিংহ/ ভালুকা থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে মহাখালী পর্যন্ত এবং মহালখালী থেকে ভালুকা হয়ে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করবে। এই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। মহাখালী বাসস্ট্যান্ডে সোহাগ ফিলিং স্টেশনের পাশে বিআরটিসি’র কাউন্টার রয়েছে।
তাছাড়া জনগণের চাহিদার তুলনায় বাসের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলে বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছে। এসময় এসি বাস সার্ভিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, বিআরটিএ ময়মনসিংহের সহকারি পরিচালক এ.এস.এম ওয়াজেদ হোসেন, বিআরটিসি ময়মনসিংহ ডিপো ম্যানেজার মো. কামরুজ্জামান, ভালুকা এক্সপ্রেসের প্রতিনিধি মো.আতিকুল্লাহ বাহারসহ বাস চালক, হেলপারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর ময়মনসিংহ-ঢাকা রুটে চালু হলো বিআরটিসির এসি বাস

আপডেট সময় : ০৪:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
দীর্ঘ ১৭ বছর পর বহুল প্রত্যাশিত ময়মনসিংহ থেকে ঢাকা রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিসের শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে নগরীর বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের পাশে জেলা প্রাশাসনের আয়োজনে বিআরটিসি’র ময়মনসিংহ কাউন্টারে এসি বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়।
ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে
বিআরটিসি এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন,
জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ- ঢাকা রুটে এসি বাস সার্ভিসটি চালু করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সাথে সুন্দর আচরণ, ভালো মানের সার্ভিস ও যাত্রীবান্ধব সেবা প্রদানের জন্য বিআরটিসির সংশ্লিষ্ট অপারেটরদের প্রতি আহ্বান জানান তিনি। বিআরটিসি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কে বিআরটিসি এসি বাস সার্ভিস ছিল না। বাস সার্ভিস চালুর জন্য আন্দোলন শুরু হলেও একটি সিন্ডিকেটের কারণে বাস সার্ভিস চালু হয়নি। সরকার পরিবর্তনের পর জনগণের দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ ১৭ বছর পর বিআরটিসি এসি বাস চালু হয়েছে। মোট ১৮ টি এসি বাস সকাল ৬ টা ১৫ মিনিটে ১ম গাড়ি ও সর্বশেষ সাড়ে ৭ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকার মহাখালী থেকে ১ম গাড়ি সকাল ৬ টা ১৫ মিনিটে ও সর্বশেষ গাড়ি সন্ধ্যা সাড়ে ৭ টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এসি বাসগুলো প্রতিদিন ময়মনসিংহ/ ভালুকা থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে মহাখালী পর্যন্ত এবং মহালখালী থেকে ভালুকা হয়ে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করবে। এই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। মহাখালী বাসস্ট্যান্ডে সোহাগ ফিলিং স্টেশনের পাশে বিআরটিসি’র কাউন্টার রয়েছে।
তাছাড়া জনগণের চাহিদার তুলনায় বাসের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলে বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছে। এসময় এসি বাস সার্ভিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, বিআরটিএ ময়মনসিংহের সহকারি পরিচালক এ.এস.এম ওয়াজেদ হোসেন, বিআরটিসি ময়মনসিংহ ডিপো ম্যানেজার মো. কামরুজ্জামান, ভালুকা এক্সপ্রেসের প্রতিনিধি মো.আতিকুল্লাহ বাহারসহ বাস চালক, হেলপারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।