১০:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চন্দ্রপাড়া পাক দরবার শরীফের দুঃস্থ ও অসহায় পাঁচশত জাকেরান পেল আর্থিক সহায়তা

ফরিদপুরের চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বার্ষিক ওরছ মোবারক আগামী ১৫ জানুয়ারী বুধবার অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে মজ্ঞলবার (৫ নভেম্বর) উক্ত দরবার শরীফে জলসা অনুষ্ঠিত হয়।বাদ ফজর কয়েক লাখ জাকেরানের উপস্থিতিতে এ তারিখ ঘোষনা করেন দরবার শরীফের গদীনসীন পীর শাহ্ সুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল অয়সী।
তিনি জানান, ১৪ জানুয়ারী মঙ্গলবার রাত থেকে ভক্ত আশেকানরা উপস্থিত হয়ে রাতভর জিকির আসকার ও কোরআন তেলাওয়াত এবং ওয়াজ নসিয়তে অংশ নিবেন। ১৫ জানুয়ারী বুধবার ফজরের নামাজ আদায়ের পর চন্দ্রপুরীর পবিত্র মাজার জেয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরছ সমাপ্ত হবে।
পরে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন থেকে দরবারের পাঁচশত দুঃস্হ ও অসহায় জাকেরানদের মধ্যে অর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করেন।
পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হরযত মাওলানা শাহসুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মদ শাহ্চন্দ্রপুরী (রহঃ) এর বেছালত দিবস উপলক্ষ্যে প্রতি বছর এ ওরস অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের লাখ লাখ মুরিদান,আশেকান,জাকেরান ও ভক্তরা এই ওরস শরীফে অংশ নেন।
জনপ্রিয় সংবাদ

চন্দ্রপাড়া পাক দরবার শরীফের দুঃস্থ ও অসহায় পাঁচশত জাকেরান পেল আর্থিক সহায়তা

আপডেট সময় : ০৪:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
ফরিদপুরের চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বার্ষিক ওরছ মোবারক আগামী ১৫ জানুয়ারী বুধবার অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে মজ্ঞলবার (৫ নভেম্বর) উক্ত দরবার শরীফে জলসা অনুষ্ঠিত হয়।বাদ ফজর কয়েক লাখ জাকেরানের উপস্থিতিতে এ তারিখ ঘোষনা করেন দরবার শরীফের গদীনসীন পীর শাহ্ সুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল অয়সী।
তিনি জানান, ১৪ জানুয়ারী মঙ্গলবার রাত থেকে ভক্ত আশেকানরা উপস্থিত হয়ে রাতভর জিকির আসকার ও কোরআন তেলাওয়াত এবং ওয়াজ নসিয়তে অংশ নিবেন। ১৫ জানুয়ারী বুধবার ফজরের নামাজ আদায়ের পর চন্দ্রপুরীর পবিত্র মাজার জেয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরছ সমাপ্ত হবে।
পরে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন থেকে দরবারের পাঁচশত দুঃস্হ ও অসহায় জাকেরানদের মধ্যে অর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করেন।
পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হরযত মাওলানা শাহসুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মদ শাহ্চন্দ্রপুরী (রহঃ) এর বেছালত দিবস উপলক্ষ্যে প্রতি বছর এ ওরস অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের লাখ লাখ মুরিদান,আশেকান,জাকেরান ও ভক্তরা এই ওরস শরীফে অংশ নেন।