কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার বিকেলে ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৪ পালিত হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয় ।
রাজারহাট উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন, সদস্য সচিব রুবেল চৌধুরী, ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম প্রমূখ ।
এছাড়াও রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ।





















