০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৬ দফা দাবি আদায়ে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করলো শিক্ষার্থীরা

Oplus_131072

বগুড়ায় ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ। সোমবার সকাল ৯টায় এ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় রেডিওলোজী ২য় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বেবী জানান, গত ১৪ বছর যাবৎ মেডিক্যাল টেকনোলজিস্টরা নানাভাবে বৈষম্যের শিকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া। একইসঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার।

ফিজিওথেরাপি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আহম্মেদ মোশাররফ জানান, আমাদের সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম এবং গ্রাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগ বিধিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে রূপান্তর করতে হবে।

এ সময় সরকারের প্রতি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে আহ্বান জানান অন্য বক্তারা। পরে দুপুর আড়াই টার দিকে ক্যাম্পাসের দিকে চলে যায় শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ৯ টায় সিভিল সার্জন ডা. শফিউল আজম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘৬ দফা দাবি যৌক্তিক। তবে জেলাভিত্তিক ভাবে আমাদের কিছু করার নাই। আমরা ওপর মহলে বিষয়টি জানিয়েছি তারা এব্যাপারে সিন্ধান্ত নেবেন বলে আমি আশাবাদী।’

জনপ্রিয় সংবাদ

৬ দফা দাবি আদায়ে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করলো শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৪:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

বগুড়ায় ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ। সোমবার সকাল ৯টায় এ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় রেডিওলোজী ২য় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বেবী জানান, গত ১৪ বছর যাবৎ মেডিক্যাল টেকনোলজিস্টরা নানাভাবে বৈষম্যের শিকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া। একইসঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার।

ফিজিওথেরাপি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আহম্মেদ মোশাররফ জানান, আমাদের সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম এবং গ্রাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগ বিধিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে রূপান্তর করতে হবে।

এ সময় সরকারের প্রতি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে আহ্বান জানান অন্য বক্তারা। পরে দুপুর আড়াই টার দিকে ক্যাম্পাসের দিকে চলে যায় শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ৯ টায় সিভিল সার্জন ডা. শফিউল আজম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘৬ দফা দাবি যৌক্তিক। তবে জেলাভিত্তিক ভাবে আমাদের কিছু করার নাই। আমরা ওপর মহলে বিষয়টি জানিয়েছি তারা এব্যাপারে সিন্ধান্ত নেবেন বলে আমি আশাবাদী।’