মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ শ্রমিক। হতাহতরা সবাই স্থানীয় একটি কয়লার গদিতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
নিহত শ্রমিকের নাম নাজির হোসেন (২৬)।
আহতরা শ্রমিকরা হলেন, নাজমুল হোসেন (২২), মাসারুল ইসলাম(২৩), হেলাল (২৪) ও জামাল উদ্দিন(৪০)।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার (১৬ নভেম্বর) সকালে সাড়ে আটটার দিকে কয়লার গদির একটি পুরাতন টিনসেড ঘর ভাঙার সময় পল্লী বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। আহতদের মধ্যে নাজির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতাল এবং পরবর্তীতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন।
বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।






















