বাংলাদেশ শিল্পকলা একাডেমির বহুভাষিক উৎসবের অংশ হিসেবে খাগড়াছড়িতে “মোধই” নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউট এর অডিটোরিয়ামে এই প্রযোজনা পরিবেশিত হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এবং খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ নাটকে নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক আরাফাতুল আলম, সহকারী নির্দেশনায় ছিলেন ইয়াকিন হায়দার এবং পোশাক পরিকল্পনা ও রূপসজ্জায় ছিলেন অর্পিতা ভট্টাচার্য ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা শিল্পকলা একাডেমি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কমিটির আহবায়ক জয়া ত্রিপুরা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট এর পরিচালক ঞোহ্লা মং, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা তথ্য অফিসার মো: বেলায়েত হোসেন, মর্তুজা পলাশ, মাইন উদ্দিন, ইমনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি বক্তব্য জয়া ত্রিপুরা বলেন, নাটকটি চমৎকার চমৎকার চমৎকার। এধরনের নাটক একটি আদর্শ সমাজ বিনির্মাণে গুরুত্ব অপরিসীম।
এই নান্দনিক প্রযোজনায় অভিনয় করেছেন খাগড়াছড়ি জেলার স্থানীয় নতুন নাট্যকর্মী হলাপ্রুসাই মারমা, অনিক বৈষ্ণব, নেনেছেন চাক্ তৃষা, ম্রাসাচিং মারমা, ম্রাবাই মারমা, সুরেশ ত্রিপুরা, মনোতোষ ত্রিপুরা, সুভাষ চাকমা, এলিয়ন চাকমা, রুইউসেং মারমা, উদ্দীপন চাকমা, চনিতা ত্রিপুরা, হৃদয় ত্রিপুরা, মাহ্লাচিং মারমা, তুহিনা ত্রিপুরা।
খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাহিদ নাজিয়া উপস্থাপনায় অনুষ্ঠানে আয়োজক ও আগত সম্মানিত অতিথিরা জানান, এ ধরনের নাট্য আয়োজন জেলার সাংস্কৃতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে। দর্শকদের উচ্ছ্বাস ও প্রশংসায় মুখরিত এ নাট্য সন্ধ্যায় সংস্কৃতিপ্রেমীদের ভিড় ছিল উপচে পড়া।
শিরোনাম
খাগড়াছড়িতে বিপুল সমাগমে প্রদর্শিত হলো “মোধই”
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০২:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 105
জনপ্রিয় সংবাদ





















