০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২৫ জানুয়ারি চট্টগ্রাম আসছেন তারেক রহমান

দুই দশকের বেশি সময় পর পলোগ্রাউন্ডে বিএনপির মহাসমাবেশ, জনসমাগমের প্রস্তুতি তুঙ্গে

সমাবেশস্থলে প্যান্ডেল তৈরির কাজ চলছে

দীর্ঘ ২০ বছর ৭ মাস পর আবারও চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। এই সফরকে কেন্দ্র করে বন্দরনগরীজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে ভোট চাইতে আয়োজিত এক সভায় অংশ নেন।

রোববারের সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়েছে বিএনপি। এ উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তারেক রহমান পুরাতন সার্কিট হাউজে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এই মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগরীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নগরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ সড়ক পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। একই সঙ্গে চলছে প্রস্তুতি সভা, স্বাগত মিছিল ও প্রচারণা কার্যক্রম।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, মঞ্চের সামনে থাকবে নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তা তদারকিতে বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবে। নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। এর পরের অংশে অবস্থান করবেন সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা।

সফরসূচি অনুযায়ী, তারেক রহমান শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিমানে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। রোববার সকালে সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি রেডিসন ব্লু হোটেলে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সমাবেশ শেষে তিনি সড়কপথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনী সভায় যোগ দেবেন।

এদিকে তারেক রহমানের মহাসমাবেশের সার্বিক নিরাপত্তা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে মহানগর বিএনপির নেতারা আলোচনা করেছেন। পুলিশ কমিশনার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম-৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, ‘চট্টগ্রাম ও বিএনপির সম্পর্ক গৌরব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাসে আবদ্ধ। বীর চট্টলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তির পথে এগিয়ে নিয়েছিলেন। সেই চেতনার ধারাবাহিকতায় ২০১২ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চট্টগ্রামের ঐতিহাসিক জনসভা মানুষের মধ্যে আশার আলো জ্বালিয়েছিল। আজ সেই ঐতিহ্য বহন করে বীর চট্টলায় আসছেন তারেক রহমান।’

তিনি আরও বলেন, পলোগ্রাউন্ডের মহাসমাবেশ গণমানুষের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, ‘চট্টগ্রামের প্রতিটি সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থীদের নেতৃত্বে জনস্রোত তৈরি হবে। লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে প্রমাণ হবে—চট্টগ্রাম বিএনপির শক্ত ঘাঁটি।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠের সমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের উপস্থিতি হবে বলে আমরা আশাবাদী। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নেবেন।’

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

প্রাইমারি শিক্ষকদের মোর কোয়ালিফাই করতে চাচ্ছি : তারেক রহমান

২৫ জানুয়ারি চট্টগ্রাম আসছেন তারেক রহমান

আপডেট সময় : ০১:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

দীর্ঘ ২০ বছর ৭ মাস পর আবারও চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। এই সফরকে কেন্দ্র করে বন্দরনগরীজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে ভোট চাইতে আয়োজিত এক সভায় অংশ নেন।

রোববারের সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়েছে বিএনপি। এ উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তারেক রহমান পুরাতন সার্কিট হাউজে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এই মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগরীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নগরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ সড়ক পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। একই সঙ্গে চলছে প্রস্তুতি সভা, স্বাগত মিছিল ও প্রচারণা কার্যক্রম।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, মঞ্চের সামনে থাকবে নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তা তদারকিতে বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবে। নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। এর পরের অংশে অবস্থান করবেন সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা।

সফরসূচি অনুযায়ী, তারেক রহমান শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিমানে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। রোববার সকালে সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি রেডিসন ব্লু হোটেলে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সমাবেশ শেষে তিনি সড়কপথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনী সভায় যোগ দেবেন।

এদিকে তারেক রহমানের মহাসমাবেশের সার্বিক নিরাপত্তা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে মহানগর বিএনপির নেতারা আলোচনা করেছেন। পুলিশ কমিশনার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম-৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, ‘চট্টগ্রাম ও বিএনপির সম্পর্ক গৌরব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাসে আবদ্ধ। বীর চট্টলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তির পথে এগিয়ে নিয়েছিলেন। সেই চেতনার ধারাবাহিকতায় ২০১২ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চট্টগ্রামের ঐতিহাসিক জনসভা মানুষের মধ্যে আশার আলো জ্বালিয়েছিল। আজ সেই ঐতিহ্য বহন করে বীর চট্টলায় আসছেন তারেক রহমান।’

তিনি আরও বলেন, পলোগ্রাউন্ডের মহাসমাবেশ গণমানুষের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, ‘চট্টগ্রামের প্রতিটি সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থীদের নেতৃত্বে জনস্রোত তৈরি হবে। লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে প্রমাণ হবে—চট্টগ্রাম বিএনপির শক্ত ঘাঁটি।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠের সমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের উপস্থিতি হবে বলে আমরা আশাবাদী। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নেবেন।’

এমআর/সবা