দিনাজপুরের বিরামপুর ও হাকিমপুর উপজেলায় চলমান তীব্র শৈত্যপ্রবাহের কারণে বিশেষভাবে শিশু, গর্ভবতী ও প্রসূতী নারী, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক জনগোষ্ঠী, অতি দরিদ্র ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছে। এই পরিস্থিতিতে শীতজনিত ঝুঁকি মোকাবিলা ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ল্যাম্ব এর ল্যাম্ব হিউম্যানটারিয়ান রেসপন্স কমিটির ও ল্যাম্ব হেলথ-ইউকে এর যৌথ উদ্যোগে বিরামপুর ও হাকিমপুর উপজেলার সিএসটু প্রকল্প কর্ম এলাকায় মোট ১৮৫ জন অসহায় ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে প্রতিজনকে একটি করে কম্বল প্রদান করা হয়।
শুক্রবার বিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ল্যাম্ব কমিউনিটি হেলথ এন্ড ডেভলপমেন্ট প্রোগ্রামের পরিচালক উৎপল মিনজ, কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রকল্পের ব্যবস্থাপক বিলাস পৌল তিগ্যা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিবৃন্দ এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শু/সবা





















