বাংলাদেশ শিল্পকলা একাডেমির বহুভাষিক বিভাগীয় নাট্যোৎসবের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:১৫ টায় “মোধই” নাটক ২য় বারের মতো মঞ্চস্থ হতে যাচ্ছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এবং খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ নাটকে নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক আরাফাতুল আলম, সহকারী নির্দেশনায় ইয়াকিন হায়দার এবং পোশাক পরিকল্পনা ও রূপসজ্জায় থাকবেন অর্পিতা ভট্টাচার্য।
এই নাট্য প্রযোজনার বিভিন্ন চরিত্রে অভিনয় করছে খাগড়াছড়ি জেলার স্থানীয় নতুন নাট্যকর্মী হলাপ্রুসাই মারমা, অনিক বৈষ্ণব, নেনেছেন চাক্ তৃষা, ম্রাসাচিং মারমা, ম্রাবাই মারমা, সুরেশ ত্রিপুরা, মনোতোষ ত্রিপুরা, সুভাষ চাকমা, এলিয়ন চাকমা, রুইউসেং মারমা, উদ্দীপন চাকমা, চনিতা ত্রিপুরা, হৃদয় ত্রিপুরা, মাহ্লাচিং মারমা, তুহিনা ত্রিপুরা।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, প্রগতিশীল তরুণরা খাগড়াছড়ি নাট্য সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে, নাটক চর্চার পাশাপাশি এখানকার অঞ্চলে সংস্কৃতি গুলো আঁকড়ে ধরে রাখবে বলে আমার বিশ্বাস।
তিনি আরো বলেন, খাগড়াছড়ি হয়ে বিভাগীয় পর্যায়ে যারা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের প্রতি রইল শুভকামনা, প্রত্যাশা করছি নাট্যশিল্পীরা খাগড়াছড়ি সুনাম সম্মান রাখবে।
শিরোনাম
আগামীকাল চট্টগ্রামে মঞ্চস্থ হতে যাচ্ছে “মোধই”
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০৪:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 112
জনপ্রিয় সংবাদ

























