আওয়ামী লীগ নামে বাংলাদেশে আর কেউ কখনো রাজনীতি করতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি বলেন, আয়নাঘর, গণহত্যা, গুম খুনের দায়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর তিনটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান খান তালাত মাহমুদ রাফি।
এ সময় বিগত ১৬ বছরে দুর্নীতি, নিপীড়ন, গুম খুন, স্বাধীনতা হরণ এবং জুলাই গণ-অভ্যুত্থানে পরিচালিত হত্যাযজ্ঞের ভিত্তিতে আওয়ামী লীগকে দেশব্যাপী সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানায় শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা হাসিনার দালালেরা- হুশিয়ার সাবধান, আওয়ামিলীগের কালো হাত – ভেঙে দাও গুড়িয়ে দাও, আওয়ামিলীগের আস্তানা- এই বাঙলায় হবে না, ছাত্রলীগের দালালেরা – হুশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় – আওয়ামী লীগের ঠাই নাই ইত্যাদি আওয়ামী লীগের বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা যায়।
খান তালাত রাফি আরও বলেন, যে সংগঠনের হাতে শতশত শহিদের রক্ত লেগে আছে, যে সংগঠনের গুম খুন ও আয়নাঘর জড়িয়ে আছে সে সংগঠনের বাংলাদেশে কোন রাজনীতি করার অধিকার নেই। গণহত্যা, গুম খুনের দায়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নামে বাংলাদেশে আর কেউ কখনো রাজনীতি করতে পারবে না। হয় তারা থাকবে না হয় আমরা থাকব। উপদেষ্টাদের বলতে চাই যদি আপনারা এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে না পারেন তাহলে আমরা দায়িত্ব নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, যাদের হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে তাদের আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের ব্যাপারে আর কোন সহনশীলতা মেনে নেওয়া হবে না।
বিক্ষোভ সমাবেশে স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওসিফ ইয়াসার বলেন, আমরা চাই না আওয়ামী লীগের মত একটা স্বৈরাচারী সংগঠন আবার ফিরে আসুক। তাদের পুনর্জন্ম দেশে দুর্নীতি, হত্যা, গুন, খুন, ধর্ষণের মত অরাজক পরিস্থিতি সৃষ্টি করুক এমনটা আমরা চাই না। আমাদের দাবী এই সংগঠনটিকে বাংলার মাটি থেকে চিরতরে নিষিদ্ধ করা হোক। আজ আমরা কাঁদতে আসিনি আওয়ামী লীগের ফাঁসির দাবি নিয়ে এসেছি।























