পাবনায় ছাত্র আন্দোলনে শহীদ জাহিদুল স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হয়েছে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চারটি উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ৪ দল।
অর্থনীতি বিভাগ ও বাংলা বিভাগের লড়াই জমে উঠেছিল প্রথম কোয়ার্টার ফাইনালে। টসে জিতে ব্যাট করতে নেমে অর্থনীতি বিভাগ নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলা বিভাগ ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৮০ রান সংগ্রহ করে । ফলে ৮ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে অর্থনীতি বিভাগ।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ইতিহাস বিভাগ এবং ভূগোল ও পরিবেশ বিভাগ। প্রথমে ব্যাট করে ইতিহাস বিভাগ ৮ উইকেটে ১২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভূগোল ও পরিবেশ বিভাগ ৫ উইকেট হারিয়ে মাত্র ৭৯ রান তুলতে সক্ষম হয়। ফলে ৪৯ রানের বড় জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ইতিহাস বিভাগ।
১৯ ফেব্রুয়ারির তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং ইলেকট্রিক্যাল,ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগ। প্রথমে ব্যাট করে ইইই বিভাগ ৬ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। জবাবে ইইসিই বিভাগ ৫ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এতে ১৬ রানের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় EEE বিভাগ।
একইদিন দুপুর ২:৩০ টায় অনুষ্ঠিত চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সিভিল ইঞ্জিনিয়ারিং এবং নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউ আরপি) বিভাগ। সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১১২ রান সংগ্রহ করে। তবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ইউও আরপি বিভাগ। মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

























