আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন ও গাউছিয়া রহমান মনজিলের উদ্যোগে গাউছে জামান হজরত মাওলানা শাহসূফী ছৈয়দ শফিউল বশর আল হাচানী আল মাইজভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ গতকাল নানা কর্মসূচিতে সম্পন্ন হয়েছে। ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে কুরআন সুন্নাহর মাহফিল, মিলাদ-কিরাম, জিকিরে ছেমা শেষে রাতে বিশ্বের সকল উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (সাঃ) হজরত মাওলানা শাহসূফী ছৈয়দ মুজিবুল বশর আল হাচানী আল মাইজভান্ডারী৷ নায়েব সাজ্জাদানশীন পীরজাদা শাহসূফী ছৈয়দ নূরুল বশর আল হাচানী আল মাইজভান্ডারী সহ লাখো আশেকান, ভক্ত মুনাজাতে অংশ নেন।
শিরোনাম
ছৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের ঢল
-
ফটিকছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 364
জনপ্রিয় সংবাদ





















