নিখোঁজের দু’দিন পর কুলাউড়ায়
কানাই পাসি নামের এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি
ঘটেছে কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লোহাইউনি চা-বাগানে।
পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)
প্রতিদিনের মতো কানাই পাসি (২৪) লোহাইউনি চা-বাগানের জঙ্গলে গাছ
কাটতে যায়। এরপর থেকে পরিবারের লোকজন তার আর কোন খোঁজ পাননি। এদিকে
গত ২২ ফেব্রুয়ারি (শনিবার) রাতে কয়েকজন শ্রমিক লোহাইউনি বাগানের
জঙ্গলে ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে রাজকুমার কানাই নামক একজন
শ্রমিককে জানায়। ওই শ্রমিক জঙ্গলে গিয়ে লাশ দেখে চিনে ফেলেন। পরে
পাশ্ববর্তী হিংগাজিয়া চা-বাগানের টিলা লাইনের বাসিন্দা কানাই পাসির
পরিবারকে বিষয়টি অবগত করে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ওইদিন রাত
সাড়ে ৮টায় লাশ উদ্ধার করে পরদিন ২৩ ফেব্রুয়ারি (রোববার) মর্গে প্রেরণ করে।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার ঘটনার
সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম
কুলাউড়ায় নিখোঁজের দু’দিন পর চা-শ্রমিকের লাশ উদ্ধার
-
কুলাউড়া প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 52
জনপ্রিয় সংবাদ





















