সাজেক পর্যটন কেন্দ্রে রুইলুই পাড়া অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪২লুসাই ও ত্রিপুড়া পরিবারের পাশে দাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খাগড়াছড়ি সেক্টর। খাগড়াছড়ি সেক্টর এর আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি ও মারিশ্যা ব্যাটািলয়ন (২৭ বিজিবি) মারিশ্যা জোন যৌথভাবে এই সহায়তা প্রদান করে । বিজিবি ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারকে পারিবারিক গৃহস্থালি জিনিসপত্র, থালা, বাটি, গ্লাস, কলসি, মগ প্রদান সহ নগদ অর্থ সহায়তা প্রদান করে । বৃহস্পতিবার(১৩ মার্চ) দুপুর ১২টায় সাজেক রুইলুই পাড়া ত্রিপুড়া কমিউনিটি সেন্টারের সামনে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪২লুসাই ও ত্রিপুড়া পরিবার প্রধানে হাতে সহায়তা প্রদান করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি,জি। এসময় উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকী।
স্থানীয় বাসিন্দা লাল ছুয়ানা লুসাই, মাল সুমি পাংখোয়া ও কালা সোনা ত্রিপুরা বলেন, গত ২৪ ফ্রেরুয়ারি সাজেকে রুইলুই পাড়া আমাদের বাড়িঘরসহ বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্লাবঘর, গির্জাঘর, কমিউনিটি সেন্টার বাস করছি। বিজিবি’র পক্ষ থেকে ত্রান সহায়তা দিয়েছে। এই অসহায় সময়ে বিজিবি আমাদের পাশে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে এজন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই।
সহায়তা প্রদান শেষে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম স্থানীয়দের উদ্দেশ্য বলেন সাজেকে ভয়াবহ আগুনে স্থানীয় ৪২ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুশিয়ে দেয়া সম্ভব নয়, সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি
আগামীতেও এই ধরনের সহায়তা প্রদান অব্যহত
থাকবে।






















