ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পলিত হচ্ছে শুভ ফাল্গুনী পূর্ণিমা তিথি। ভোর থেকে বিহারে বিহারে চলছে বিশ^ শান্তি কামনায় বিশেষ প্রার্থনা। ফাল্গুনী পূর্ণিমায় খাগড়াছড়ি সদরে য়ংড বৌদ্ধ বিহার ও কমলছড়ি ধর্ম সুখ বৌদ্ধ বিহারে এই দিনে অভিধর্ম পটঠান পাঠসহ সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, অষ্ট পরিস্কার দানসহ ধর্মীয় নানান আনুষ্ঠানিকতা। যেখানে অংশ নেন নানা বয়সী পূণ্যার্থী।
শিরোনাম
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পলিত হচ্ছে শুভ ফাল্গুনী পূর্ণিমা তিথি
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- ।
- 174
জনপ্রিয় সংবাদ






















