বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি( বাগীশিক) নাজিরহাট পৌরসভা সংসদের উদ্যোগে ১৪ মার্চ( শুক্রবার) সকাল আট ঘটিকায় পৌরসভাস্হ ১৩ টি গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রে নগদ টাকা ও শিক্ষা উপকরন বিতরণ অনুষ্টান শ্রীশ্রী গীতা ও জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয়। গীতা স্কুলের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় গীতাপাঠের মধ্যে দিয়ে শুভসূচনা হয়। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর
জেলা সংসদের সাধারণ
সম্পাদক বাসু চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মানস চক্রবর্তী। বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের সভাপতি সজল চক্রবর্তীর সভাপতিত্বে বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের অর্থ সম্পাদক নান্টু দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক সৈকত। উপস্থিত ছিলেন, সঞ্চয় বনিক, দেবাশীষ শীল,সবুজ নম,শান্ত নাথ, লিটন নাথ,অনুপ বনিক,সঞ্চয় নাথ, রবি দে,পার্থ নাথ,বিমল সরকার,
বিভাষ ধর, সুভাষ ধর, অঞ্জন চক্রবর্তী, রমেশ চক্রবর্তী, সুজন ধর প্রমুখ।
অনুষ্ঠান শেষে নাজিরহাট পৌরসভা সংসদের আওতাধিন ১৩ টি গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন পরিচালনা পরিষদের নিকট নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরন করেন আগত অতিথি বৃন্দরা।






















