০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডায়াবেটিক হাসপাতালে কর্মচারীদের দুপক্ষে মারামারি

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে স্বাস্থ্য বিভাগের তদন্ত চলাকালে কর্মচারীদের দুপক্ষে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটেছে। একপক্ষ অভিযোগ তুলেছে, নিয়োগপত্র ছাড়াই কাজ করছেন কয়েকজন কর্মচারী। এ সময় একপক্ষ আরেক পক্ষকে হুমকি-ধামকি দিতেও দেখা যায়। উপস্থিত গণমাধ্যমকর্মীদেরকে ঘটনার ভিডিও করতে এবং ছবি তুলতে বাধা দেওয়া হয়।
সোমবার (১৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরের খুলশি জাকির হোসেন সড়কে ডায়াবেটিক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসেন ওই হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। তবে তিনিও ব্যর্থ হন। পরে ভেতরের গেটে তালা দিয়ে দুপক্ষকে দুদিকে পাঠিয়ে দেয়া হয়।
ঘটনাস্থল থেকে খুলশী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. হাফিজুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন নথি ও অনিয়ম দুর্নীতির কাগজপত্র সংগ্রহের কথা রয়েছে।
রবিবার (১৬ মার্চ) কমিটির ওই হাসপাতাল পরিদর্শন করে অভিযোগ খতিয়ে দেখার কথা থাকলেও স্বাস্থ্য উপদেষ্টার চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচি থাকায় তা পরিবর্তন করা হয়। সোমবার কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শনে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) ডায়াবেটিক হাসপাতালের বিরুদ্ধে আসা অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আদেশ দেন। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমাকে সভাপতি, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে সদস্যসচিব এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভোট পর্যবেক্ষণে দেশি-বিদেশি সাড়ে ৫৫ হাজার পর্যবেক্ষক

ডায়াবেটিক হাসপাতালে কর্মচারীদের দুপক্ষে মারামারি

আপডেট সময় : ০৬:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে স্বাস্থ্য বিভাগের তদন্ত চলাকালে কর্মচারীদের দুপক্ষে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটেছে। একপক্ষ অভিযোগ তুলেছে, নিয়োগপত্র ছাড়াই কাজ করছেন কয়েকজন কর্মচারী। এ সময় একপক্ষ আরেক পক্ষকে হুমকি-ধামকি দিতেও দেখা যায়। উপস্থিত গণমাধ্যমকর্মীদেরকে ঘটনার ভিডিও করতে এবং ছবি তুলতে বাধা দেওয়া হয়।
সোমবার (১৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরের খুলশি জাকির হোসেন সড়কে ডায়াবেটিক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসেন ওই হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। তবে তিনিও ব্যর্থ হন। পরে ভেতরের গেটে তালা দিয়ে দুপক্ষকে দুদিকে পাঠিয়ে দেয়া হয়।
ঘটনাস্থল থেকে খুলশী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. হাফিজুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন নথি ও অনিয়ম দুর্নীতির কাগজপত্র সংগ্রহের কথা রয়েছে।
রবিবার (১৬ মার্চ) কমিটির ওই হাসপাতাল পরিদর্শন করে অভিযোগ খতিয়ে দেখার কথা থাকলেও স্বাস্থ্য উপদেষ্টার চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচি থাকায় তা পরিবর্তন করা হয়। সোমবার কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শনে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) ডায়াবেটিক হাসপাতালের বিরুদ্ধে আসা অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আদেশ দেন। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমাকে সভাপতি, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে সদস্যসচিব এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়।