চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে আবদুল শুক্কুর নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের দিকে হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান জানান, নাঙ্গলমোড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় আবদুল শুক্কুর নামে এক ব্যক্তিকে টপসয়েল কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা করার সময় আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।





















