১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় টিসিবির পণ্য বিক্রি বন্ধ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কার্ডের জটিলতার কারণে তিন মাস ধরে টিসিবির পণ্য
বিক্রি বন্ধ রয়েছে। চলতি রমজান মাসেও কোনো পণ্য দেওয়া হয়নি। ফলে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে
চাল-ডাল না পেয়ে হতাশ হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,
গঙ্গাচড়ায় টিসিবির পণ্য পাওয়ার আগের তালিকায় ২৬ হাজার ৭৫৮টি পরিবারের নাম ছিল। ২০ জন
ডিলারের মাধ্যমে হাতে লেখা কার্ডে এসব সুবিধাভোগীকে পণ্য দেওয়া হতো। স্মার্ট কার্ড
না পাওয়ায় গত ডিসেম্বরে পণ্য বিতরণের পর আর কোনো কার্যক্রম চালায়নি টিসিবি। সরকারি
নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের জন্য গঙ্গাচড়া থেকে ১৫ হাজার স্মার্ট কার্ডের আবেদন
পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত একটি কার্ডও আসেনি। কোলকোন্দ ইউনিয়নের ছামিউল
ইসলাম বলেন, হামরা গরিব মানুষ। কয় দিন টিসিবি দিসলো, তখন হামার ২০০ টাকার তেল ১০০
টাকাতে পাছনো। তিন মাস থাকি টিসিবির কোনো খোঁজ নাই। রমজান মাসেও টিসিবির
কোনো খবর নাই। টিসিবির তেল, ডাল, চাল হইলে মেলা টাকা বাঁচে। উপজেলা নির্বাহী
কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, অনলাইনে আবেদন করা হয়েছে। এখনো স্মার্ট কার্ড
আসেনি। কার্ড এলে টিসিবির পণ্য বিতরণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভোট পর্যবেক্ষণে দেশি-বিদেশি সাড়ে ৫৫ হাজার পর্যবেক্ষক

গঙ্গাচড়ায় টিসিবির পণ্য বিক্রি বন্ধ

আপডেট সময় : ০৮:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কার্ডের জটিলতার কারণে তিন মাস ধরে টিসিবির পণ্য
বিক্রি বন্ধ রয়েছে। চলতি রমজান মাসেও কোনো পণ্য দেওয়া হয়নি। ফলে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে
চাল-ডাল না পেয়ে হতাশ হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,
গঙ্গাচড়ায় টিসিবির পণ্য পাওয়ার আগের তালিকায় ২৬ হাজার ৭৫৮টি পরিবারের নাম ছিল। ২০ জন
ডিলারের মাধ্যমে হাতে লেখা কার্ডে এসব সুবিধাভোগীকে পণ্য দেওয়া হতো। স্মার্ট কার্ড
না পাওয়ায় গত ডিসেম্বরে পণ্য বিতরণের পর আর কোনো কার্যক্রম চালায়নি টিসিবি। সরকারি
নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের জন্য গঙ্গাচড়া থেকে ১৫ হাজার স্মার্ট কার্ডের আবেদন
পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত একটি কার্ডও আসেনি। কোলকোন্দ ইউনিয়নের ছামিউল
ইসলাম বলেন, হামরা গরিব মানুষ। কয় দিন টিসিবি দিসলো, তখন হামার ২০০ টাকার তেল ১০০
টাকাতে পাছনো। তিন মাস থাকি টিসিবির কোনো খোঁজ নাই। রমজান মাসেও টিসিবির
কোনো খবর নাই। টিসিবির তেল, ডাল, চাল হইলে মেলা টাকা বাঁচে। উপজেলা নির্বাহী
কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, অনলাইনে আবেদন করা হয়েছে। এখনো স্মার্ট কার্ড
আসেনি। কার্ড এলে টিসিবির পণ্য বিতরণ করা হবে।