লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল বাসেত হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।এতে অন্তত ১২ জন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে। আহতদের মধ্যে আব্দুল আজিজ লিটন হাওলাদার (৫২), মো. হেলাল (৪২), মো. কাউছার (২৬), মুর্তজা মাহি (২১), জয়নাল (৪২), ও ইসারুল্লা (২৩) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানা গেছে।
জানা যায়, দুইদিন আগে হায়দারগঞ্জ বাজারে রাতে বাসেত হাওলাদারের লোকজন মিছিল বের করে। মিছিল থেকে হাওলাদারের বিরুদ্ধে ফেসবুকে কটুক্তি করার জন্য হুঁশিয়ার করে মিজান সমর্থকদের উদ্দেশ্যে শ্লোগান দেয়। এর জের ধরে শুক্রবার রাতে মিজান সমর্থকরা মিছিল করে। ওই মিছিল থেকে মিজান সমর্থকরা হাওলাদার সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলায় বাসেত হাওলাদারের ছেলে আব্দুল আজিজ লিটন হাওলাদার ও নাতি মো. কাউছারসহ ১২ জন আহত হয়েছেন। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়পুর উপজেলা বিএনপির সদস্য সচিব নাজমুল ইসলাম মিঠু বলেন, ‘এটি বিএনপির দলীয় বিরোধে ঘটেনি। ওখানে হাওলাদার ও সরদার পরিবারের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। তারা দলীয় পদ-পদবীতে থাকায় এটিকে বিএনপির সংঘর্ষ বলে প্রচার করা হচ্ছে। এটি সঠিক নয়। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত তিনজন আহত হয়েছে বলে জানান তিনি। তবে, এখনো কোনো অভিযোগ পাননি।
শিরোনাম
ফেসবুকে কটুক্তির প্রতিবাদের জের : রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
-
স্টাফরিপোর্টার,লক্ষ্মীপুর - আপডেট সময় : ০৬:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- ।
- 49
জনপ্রিয় সংবাদ





















